শুরুতেই হোঁচট ব্রাজিলের
ধারেভারে ব্রাজিলের আশেপাশেও নেই কোস্টা রিকা। সাম্প্রতিক ফর্ম কিংবা দলের অবস্থা যেমনই হোক, ব্রাজিলের জয়ই সবচেয়ে স্বাভাবিক ফলাফল। কিন্তু কোপা আমেরিকার শুরুতেই হোঁচট খেয়েছে দরিভাল জুনিয়রের দল। যোজন যোজন পিছিয়ে থাকা কোস্টা রিকাই আটকে দিয়েছে সেলেকাওদের। আজ ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে গোলশূন্য ড্র দিয়ে কোপা মিশন শুরু করেছেন ভিনিসিয়ুস-রাফিনহারা।
পুরো ম্যাচে ৭৪ শতাংশ সময় বল দখলে রেখেছে ব্রাজিল, শট নিয়েছে ১৯টি, যার মধ্যে মাত্র তিনটি ছিল লক্ষ্যে। ম্যাচে আধিপত্য বিস্তার করলেও আসল জিনিসটাই করতে পারেনি সেলেকাওরা। কোস্টা রিকার রক্ষণ ভাঙতে পারেননি দরিভাল জুনিয়রের শিষ্যরা। আর তাতে অপ্রত্যাশিত ড্র দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু হলো ব্রাজিলের।
নেইমারকে ছাড়াই কোপা আমেরিকা খেলতে আসা ব্রাজিলের আক্রমণভাগের দায়িত্ব ছিল রিয়াল মাদ্রিদ যুগল ভিনিসিয়ুস-রদ্রিগো এবং বার্সেলোনার রাফিনহার ওপর। কিন্তু তিনজনের কেউই জ্বলে উঠতে পারেননি। অপেক্ষাকৃত কম শক্তি এবং অভিজ্ঞতায় পিছিয়ে থাকা কোস্টা রিকার রক্ষণে আটকে গেছে ব্রাজিলের সব কৌশল।
ম্যাচের ৩০ মিনিটে যদিও মার্কিনিওস বল জালে জড়িয়েছিলেন। কিন্তু বল গ্রহণ করার সময় অফসাইডে ছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার, যার কারণে গোল বাতিল হয়ে যায়। ম্যাচে আর কোনো পরিস্কার সুযোগই ব্রাজিল তৈরি করতে পারেনি। কোস্টা রিকা গোলরক্ষক প্যাট্রিক সিকেরাকে তেমন পরীক্ষার মুখে পড়তে হয়নি।
আটবারের কোপা চ্যাম্পিয়ন ব্রাজিলের পরবর্তী দুই প্রতিপক্ষ কোস্টা রিকার চেয়ে ঢের শক্তিশালী প্যারাগুয়ে ও কলম্বিয়া। দরিভাল জুনিয়রের দল এমন পারফরম্যান্স বজায় রাখলে গ্রুপ পর্বে অঘটন ঘটে যেতে পারে। শিরোপা প্রত্যাশী ব্রাজিলের জন্য যা হবে চরম ব্যর্থতার। ২৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেই স্বরূপে ফিরতে চাইবে সেলেকাওরা।