রোনালদোদের হারানোয় দলকে ১২৫ কোটি টাকা পুরস্কার দেবেন জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রী
অবিশ্বাস্য, অভাবনীয়, অচিন্তনীয়- যেই বিশেষণই ব্যবহার করুন না কেন, জর্জিয়ার অর্জনকে ব্যাখ্যা করা যাবে না। ইউরোতে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েই শেষ ষোলোতে উঠে গেছে ইউরোপ আর এশিয়ার মধ্যে ব্যবধান হয়ে দাঁড়িয়ে থাকা ছোট্ট দেশটি। আর সেটিও কীভাবে? ইউরোর অন্যতম ফেবারিট পর্তুগালকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে!
শেষ ষোলোয় যেতে হলে প্রবল শক্তিশালী পর্তুগালকে হারাতেই হবে, এমন সমীকরণ ছিল র্যাঙ্কিংয়ে ৭৪ নাম্বারে থাকা দলটির সামনে। তারাই এবারের ইউরোতে র্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচের দল। প্রায় অসম্ভবকেই সম্ভব করেছে মাত্র ৪০ লাখ জনসংখ্যার দেশটি। আর এই অর্জন নাড়িয়ে দিয়েছে গোটা জর্জিয়াকেই।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের বিদজিনা ইভানিশভিলি তো বড় অঙ্কের অর্থ পুরস্কারই ঘোষণা করেছেন। খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য ইভানিশভিলি ৩ কোটি জর্জিয়ান লারি পুরস্কার ঘোষণা করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় ১২৫ কোটি ৫০ লাখ টাকার মতো। শেষ ষোলোয় স্পেনকে হারাতে পারলে আরও ১২৫ কোটি টাকা পুরস্কারের প্রতিশ্রুতিও দিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
পর্তুগালকে ২-০ ব্যবধানে হারিয়ে 'এফ' গ্রুপে তৃতীয় হয় জর্জিয়া। গ্রুপ পর্বের তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে তারা জায়গা করে নেয় নকআউট পর্বে। এই ঐতিহাসিক জয়ের পর বৃহস্পতিবার জর্জিয়ার সংসদে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের অনেকে জাতীয় ফুটবল দলের জার্সি পরে হাজির হন, ফুটবল দলের নিজস্ব সঙ্গীতও গেয়েছেন কয়েককজন।
জর্জিয়ার ড্রিম পার্টি এক বিবৃতিতে জানায়, দলের চেয়ারম্যান ইভানিশভিলি পর্তুগালের বিপক্ষে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ঐতিহাসিক ও স্বপ্নের এই জয়ের স্বীকৃতি হিসেবে চ্যারিটেবল ফাউন্ডেশন থেকে ৩ কোটি জর্জিয়ান লারি পুরস্কার দেওয়া হবে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের। সমপরিমাণ অর্থ দেওয়া হবে শেষ ষোলোতে স্পেনকে হারাতে পারলে।