কানাডাকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় উরুগুয়ে
কানাডাকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় হয়েছে উরুগুয়ে। প্রথমবার অংশ নিয়ে চতুর্থ হয়ে শেষ করল কানাডা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলের সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে উরুগুয়ে জেতে ৪-৩ গোলে।
সেমি-ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় কানাডা। অন্যদিকে উরুগুয়ে হেরেছে কলম্বিয়ার কাছে। তৃতীয় হওয়ার লড়াইয়ে নামে দুই দল। আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে উরুগুয়ে ও কানাডা।
ম্যাচের মাত্র ৮ মিনিটে রদ্রিগো বেনটাঙ্কুরের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ২২ মিনিটেই সমতা ফেরায় কানাডা। গোল করেন ইসমাইল কোনে। এরপর আক্রমণের তোড় চললেও গোলের দেখা মিলছিল না।
৮০ মিনিটে ম্যাচে এগিয়ে যায় কানাডা। জোনাথন ডেভিড গোল করেন। ম্যাচ যখন একেবারেই শেষের পথে তখনই উরুগুয়ের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন লুইস সুয়ারেজ। বর্ষীয়ান এই স্ট্রাইকার যোগ করা সময়ে সমতা ফেরান।
এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে মিস করেন কানাডার ইসমাইল কোনে ও তারকা ফুটবলার আলফোনসো ডেভিস। উরুগুয়ের হয়ে চার শটে চারজনই গোল করেন। ফাইনালে শিরোপা লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ম্যাচটি শুরু হবে আগামীকাল ভোর ৬ টায়।