‘এটাই কি শেষ ফাইনাল’- প্রশ্নে কী বলছেন মেসি
২০২১ সাল থেকে দুর্বার সময় কাটছে আর্জেন্টিনার। দীর্ঘ অপেক্ষার ইতি টেনে শিরোপা জেতা দলটি এরপর ফিনালিসিমা, বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে। এবারের কোপা আমেরিকাতেও উঠে গেছে ফাইনালে। শিরোপার লড়াইয়ে ১৫ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এটাই কি লিওনেল মেসির শেষ ফাইনাল? উত্তরটা আপাতত মিলছে না। আর্জেন্টাইন এই ফুটবল জাদকুরের চেয়ে আট মাসের ছোট আনহেল ডি মারিয়া যেমন ঘোষণা দিয়ে রেখেছেন, এবারের কোপা আমেরিকাই আর্জেন্টিনার জার্সিতে তার শেষ টুর্নামেন্ট। মেসির বিদায় নিয়েও আছে আলোচনা। কোপা ফাইনালের আগে এক সাক্ষাৎকারে তাকেও প্রশ্ন করা হলো, এটাই কি শেষ ফাইনাল?
৩৭ বছর বয়সী অবশ্য মেসি নিশ্চিত করে কিছু বলেননি। তবে আপাতত যে বিদায় বলছেন না, আর্জেন্টাইন এই কিংবদন্তির কথায় সেটা মোটামুটি পরিষ্কার। ২০২২ বিশ্বকাপ জেতার পর বলা কথার মতো এখনও তিনি খেলাটাকে উপভোগ করার মন্ত্রে বিশ্বাসী।
শেষ ফাইনাল কিনা, জানতে চাইলে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডি স্পোর্টসকে তিনি বলেন, 'আমি এই মুহূর্তে এটা নিয়ে ভাবছি না। উপভোগের মন্ত্র নিয়ে আছি আমি। কী ঘটছে, কী অর্জন করছি, দিন ধরে ধরে এসব ভাবছি আমি। জাতীয় দলে আমার দারুণ সময় গেছে, আবার খারাপ সময়ও গেছে। আপাতত শুধু উপভোগের মধ্যে থাকতে চাই। যতোক্ষণ না মনে হবে যে আমার আর কিছু করার নেই, ততোক্ষণ পর্যন্ত চালিয়ে যাব।'
এবারের কোপায় চেনা মেসিকে দেখা যায়নি, করেছেন একটি গোল। চোটের কারণে ম্যাচ খেলতে পারেননি, আবার পুরো ফিট না হয়েও খেলেছেন। মেসি অবশ্য এসব নিয়ে না ভেবে ফাইনাল উপভোগ করার অপেক্ষায়, 'এবারের কোপা ভালোই যাচ্ছে, যদিও চোটের কারণে পরিকল্পনা বদলাতে হয়েছে। যেমন চেয়েছিলাম, সেটা হয়নি। এখন আরেকটা ফাইনাল খেলার সুযোগ এসেছে। এটা উপভোগ করতে চাই, জেতার জন্য নিজের সবটুকু দেওয়ার চেষ্টা থাকবে আমার।'