এবারের আইপিএলে ৮ আফগান, দল পাননি বাংলাদেশের কেউ
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। দুই দিনব্যাপী এই নিলামে এমন অনেক কিছুই হলো, যা আগে হয়নি। সব রেকর্ড ছাপিয়ে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়েছেন ঋষভ পন্ত, দল পেয়েছেন ১৩ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মেগা নিলামের দুই দিনে ছিল আরও চমক। কিন্তু এতো কিছুর মাঝে কোথাও নেই বাংলাদেশ।
বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি আইপিএলে। ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে জমজমাট এই আসরের নিলামে বাংলাদেশের ১২ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন। নিলামে তোলা হয় দুজনের নাম, কিন্তু কাউকে নিতেই আগ্রহ দেখায়নি কোনো দল।
বাংলাদেশের কেউ দল না পেলেও এবারের আইপিএলে দেখা যাবে আফগানিস্তানের ৮ জন ক্রিকেটারকে। রশিদ খানকে রিটেইন করে গুজরাট টাইটান্স। নিলাম থেকে দল পান রহমানউল্লাহ গুরবাজ, আল্লাহ মোহাম্মদ গাজানফার, নূর আহমাদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, করিম জানাত ও আজমতউল্লাহ ওমরজাই। ১৮ জন ক্রিকেটার নিলামে নাম দিয়েছিলেন।
মেগা নিলামের চূড়ান্ত তালিকায় নাম ছিল সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানার। কিন্তু এদের মধ্য থেকে নাম ওঠে কেবল মুস্তাফিজ ও রিশাদের, কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।
নিলামের তালিকায় ১৮১ নম্বরে নাম ছিল আইপিএলের গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মুস্তাফিজের, তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি। নিলামে নাম উঠলেও অবিক্রিত থেকে যান আইপিএলের সাত আসরে ৫৭ ম্যাচে ওভারপ্রতি ৮.১৪ রান খরচায় ৬১টি উইকেট নেওয়া মুস্তাফিজ। কিছুক্ষণ পর নাম ওঠে ১৮৭ নম্বরে থাকা রিশাদের, ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যের এই লেগ স্পিনার থেকে যান অবিক্রিত।
এবারের নিলাম থেকে মোট ১৮২ জন ক্রিকেটারকে কিনেছে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি। দলগুলো খরচ করেছে রেকর্ড ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি। ২০২২ সালের মিনি নিলামে সব ফ্র্যাঞ্চাইজির মোট খরচ ছিল ৫৫১ কোটি ৭ লাখ রুপি। আরটিএম (রাইট টু ম্যাচ) কার্ড ব্যবহার হয়েছে ৮ বার। অবিক্রিত থেকে গেছেন ৩৯৫ জন ক্রিকেটার।
দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসনের মতো আইপিএলের পরিচিত মুখরা। নিলামের চূড়ান্ত তালিকায় থাকা সবচেয়ে বয়স্ক ৪২ বছর বয়সী জেমস অ্যান্ডারসনকে দলে নিতেও আগ্রহ দেখায়নি কোনো দল। ভারতীয়দের মধ্যে পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, মায়াঙ্ক আগারওয়াল, সরফরাজ খানরাও অবিক্রিত থেকে গেছেন।
নিলামের প্রথম দিন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নেয় পাঞ্জাব কিংস। কিন্তু ২০ মিনিটের মধ্যেই ২৭ কোটি রুপিতে ঋষভ পন্তকে দলে ভিড়িয়ে আইপিএলের সব রেকর্ড ভেঙে দেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ভেংকটেশ আইয়ারকেও নিয়েও কাড়াকাড়ি হয়, ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে পুরনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন তিনি।
নিলামের দ্বিতীয় দিনে সর্বোচ্চ দাম ওঠে ভারতের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারের। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে ডানহাতি এই পেসারকে দলে নেয় বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন ইতিহাসে লেখা হয় ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশীর নাম। আইপিএলের ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দল পান বিহারের এই কিশোর, ১ কোটি ১০ লাখ রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস।
এবারের আইপিএলের দামি ক্রিকেটাররা
ঋষভ পন্ত- ২৭ কোটি রুপি, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস,
শ্রেয়াস আইয়ার- ২৬ কোটি ৭৫ লাখ রুপি, পাঞ্জাব কিংস
ভেংকটেশ আইয়ার- ২৩ কোটি ৭৫ লাখ রুপি, কলকাতা নাইট রাইডার্স
আর্শদীপ সিং- ১৮ কোটি রুপি, পাঞ্জাব কিংস
যুজবেন্দ্র চাহাল- ১৮ কোটি রুপি, পাঞ্জাব কিংস
জস বাটলার- ১৫ কোটি ৭৫ লাখ রুপি, গুজরাট টাইটান্স
লোকেশ রাহুল- ১৪ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস
ট্রেন্ট বোল্ট- ১২ কোটি ৫০ লাখ রুপি, মুম্বাই ইন্ডিয়ান্স
জফরা আর্চার- ১২ কোটি ৫০ লাখ রুপি, রাজস্থান রয়্যালস
জশ হ্যাজলউড- ১২ কোটি ৫০ লাখ রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
মোহাম্মদ সিরাজ- ১২ কোটি ২৫ লাখ রুপি, গুজরাট টাইটান্স
মিচেল স্টার্ক- ১১ কোটি ৭৫ লাখ রুপি, দিল্লি ক্যাপিটালস
ফিল সল্ট- ১১ কোটি ৫০ লাখ রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ইশান কিশান- ১১ কোটি ২৫ লাখ রুপি, সানরাইজার্স হায়দরাবাদ
মার্কাস স্টয়নিস- ১১ কোটি রুপি, পাঞ্জাব কিংস
জিতেশ শর্মা- ১১ কোটি রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
থাঙ্গারাসু নটরাজন- ১০ কোটি ৭৫ লাখ রুপি, দিল্লি ক্যাপিটালস
কাগিসো রাবাদা- ১০ কোটি ৭৫ লাখ রুপি, গুজরাট টাইটান্স
ভুবনেশ্বর কুমার- ১০ কোটি ৭৫ লাখ রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
নূর আহমাদ- ১০ কোটি রুপি, চেন্নাই সুপার কিংস