বিপিএলে নতুন পৃষ্ঠপোষকতায় সিলেট স্ট্রাইকার্স
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টটির একাদশতম আসর আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে। আসরের প্রস্তুতি আগেই শুরু করেছে অংশগ্রহণকারী সাত ফ্র্যাঞ্চাইজি। রিটেইন ও সরাসরি চুক্তি ছাড়াও প্লেয়ার্স ড্রাফট থেকে দল গুছিয়ে নিয়েছে তারা। ফ্র্যাঞ্চাইজিগুলোর শেষ সময়ের প্রস্তুতি মূলত পৃষ্ঠপোষকতা সংক্রান্ত।
এরই ধারাবাহিকতায় নতুন পৃষ্ঠপোষকতা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। দলটির পৃষ্ঠপোষক হয়েছে সিকে ফ্রোজেন ফুড। এটি একটি বহুজাতিক কোম্পানি। থাইল্যান্ড, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, জাপান, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে কোম্পাটির কার্যক্রম রয়েছে।
বহুজাতিক এই কোম্পানির সঙ্গে সিলেট স্ট্রাইকার্স ও বিপিএলের এই অংশীদারত্ব বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা করবে আশা বিপিএলের দলটির। সাধারণত আইপিএলের মতো টুর্নামেন্টে বহুজাতিক এমন কোম্পানির সাথে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি করতে দেখা যায়।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান মাহিন মাজহার এবং সিকে ফ্রোজেন ফুড- এর চেয়ারম্যান শাহজাদা মোহাম্মদ আলী। এই চুক্তি সিকে ফ্রোজেন ফুডের সুনামকে আরও দৃঢ় করার পাশাপাশি বিশ্বব্যাপী বিপিএলকে আরও উঁচুতে নিয়ে যাবে বলে আশা কোম্পানিটির।
সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান মাহিন মাজহার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 'সিকে ফ্রোজেন ফুডের সহযোগিতা সিলেট স্ট্রাইকার্স এবং বিপিএলের জন্য একটি মাইলফলক। এই বহুজাতিক কোম্পানিটির বিশ্বব্যাপী উপস্থিতি আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশ ক্রিকেটের প্রচার এবং আমাদের লক্ষ্যের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।'
সিকে ফ্রোজেন ফুডের চেয়ারম্যান শাহজাদা মোহাম্মদ আলী বলেন, 'আমরা সিলেট স্ট্রাইকার্স ও বিপিএলের সাথে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত। এই অংশীদারিত্ব আমাদের বিশ্বব্যাপী কোটি কোটি ক্রিকেট অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করার পাশাপাশি আমাদের ব্র্যান্ডকে শক্তিশালী করবে।'