বিজয় দিবসে জয় এনে দিয়েছে মেয়েদের দলও
১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস; বাংলাদেশের ইতিহাসে ঝলমলে এক দিন। ৫৩ বছর আগে আজকের এই দিনেই স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলাদেশ। এমন দিন তো বাংলাদেশেরই হওয়ার কথা, হোক সেটা যেকোনো ক্ষেত্রেই। বাংলাদেশের দুটি ক্রিকেট দল যেন সেটা মাথায় রেখেই আজ মাঠে নেমেছিল, বিদেশের বুকে তারা ওড়ালো লাল-সবুজ পতাকা।
ওয়েস্ট ইন্ডিজে অবিস্মরণীয় এক জয় পেয়েছে জাতীয় পুরুষ ক্রিকেট দল। রোমাঞ্চকর লড়াই শেষে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ৭ রানে হারায় বাংলাদেশ। একই দিনে মালয়েশিয়াতে বিজয় কেতন ওড়ায় মেয়েরাও। অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ, জয় দিয়ে আসর শুরু হলো তাদের।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশের মেয়েরা। মোছাম্মত ইভা, সুমাইয়া আক্তার, আফিয়া আসিমা, সাদিয়া আক্তারদের লড়াই ১৭ ওভারে ৯ উইকেটে ১২২ রান তোলে তারা। জবাবে সুমাইয়া, ফারজানা, নিশিতাদের দারুণ বোলিংয়ের সামনে ৮ উইকেটে ৯৪ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।
লক্ষ্য তাড়ায় লঙ্কানদের হয়ে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ২১ রান করেন ওপেনার সানজানা কাভিন্দি। লিমানসা তিলকারত্নে ১৬, সুমুদু নিসানসালা ১৫ ও রাশমিকা সেওয়ান্দি ২০ রান করেন। দলটির আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া ২ ওভারে ১২ রানে ৩টি উইকেট নেন। ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট নেন ম্যাচসেরা নিশিতা আক্তার নিশি। ৩ ওভারে ১২ রানে ২ উইকেট নেন ফারজানা ইয়াসমিন। একটি উইকেট পান ব্যাট হাতে অবদান রাখা আফিয়া।
এর আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন সাদিয়া। ২৫ বলে একটি চার ও ৩টি ছক্কায় ৩১ রান করেন তিনি। ইভা ১৯ বলে ৩টি চারে ১৮ রান করেন। ২১ বলে ৩টি চার ও একটি ছক্কায় সুমাইয়ার ব্যাট থেকে আসে ২৪ রান। ২৩ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৫ রানের ইনিংস খেলেন আফিয়া। শ্রীলঙ্কার রাশমিকা ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট পান মেথসারা ও থালাগুনে।