অবশেষে বাংলাদেশ দলে হামজা, আছেন আরেক প্রবাসী
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/hamza.jpg)
আলোচনাটা অনেক দিনের, অপেক্ষাও তেমনই। অবশেষে এসব শেষ হওয়ার পথে, বাংলাদেশের হয়ে খেলার দ্বারপ্রান্তে হামজা চৌধুরী। ইংল্যান্ডে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা এই ফুটবলারের নাম প্রথমবারের মতো বাংলাদেশের স্কোয়াডে যুক্ত হলো। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ঘোষণা করা প্রাথমিক দলে আছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ এই মিডফিল্ডার।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২৫ মার্চ, প্রতিপক্ষ ভারত। এই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে পারে হামজার। লেস্টার সিটির সাবেক এই ফটবলারের ছাড়াও বাফুফের ঘোষণা করা ৩৮ সদস্যের প্রাথমিক দলে আছেন আরেক প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতালির ক্লাব আলবিও কালচোর হয়ে খেলেন।
প্রাথমিক দলে আছেন জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। যদিও তার ফিটনেস ও ফর্ম নিয়ে অনেক আলোচনা আছে। প্রাথমিক দলের ৩৮ ফুটবলারের ১৪ জনই বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। আবাহনী থেকে ডাক পেয়েছেন ৮ জন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৬ জনের জায়গা মিলেছে।
প্রাথমিক দলে ৫ জন গোলরক্ষক নেওয়া হয়েছে। দলে আছেন মোহামেডানের দুই গোলরক্ষক সুজন হোসেন ও সাকিব আল হাসান। জায়গা পেয়েছেন বসুন্ধরা কিংসের আনিসুর রহমান ও মেহেদি হাসান শ্রাবণ। লিগের স্থানীয়দের মধ্যে রাকিব হোসেনের সঙ্গে সর্বোচ্চ ৫ গোল করা রহমতগঞ্জের স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনকে বিবেচনা করা হয়নি। চোটের কারণে দলে নেই ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। প্রাথমিক দলটি ঢাকায় কয়েক দিন অনুশীলন করবে। এরপর ক্যাম্প তাদের করতে সৌদি আরব যাওয়ার কথা।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক
মিতুল মারমা, সুজন হোসাইন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ ও সাকিব আল হাসান।
ডিফেন্ডার
মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হাসান।
মিডফিল্ডার
মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, চন্দন রয়, মাহবুবুর রহমান জনি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।
ফরোয়ার্ড
ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রফিকুল ইসলাম, ইমন শাহারিয়া, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পলাশ আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম।