ইউনাইটেডের মতো ক্লাবে খেলতে না চাইলে তাকে বুঝানোর কিছু নেই: পগবার প্রসঙ্গে রাংনিক
ফরাসি সুপারস্টার পল পগবার ভবিষ্যত ম্যানচেস্টার ইউনাইটেডের সাথেই বাঁধা কিনা, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এবার ম্যানইউর অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিক জানিয়ে দিলেন, প্রিমিয়ার লীগের ক্লাবে কোনো খেলোয়াড় থাকতে না চাইলে তাকে বুঝিয়ে রাজি করানোর প্রয়োজন দেখছেন না তিনি।
গত নভেম্বরে থাইয়ের ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে যান ২৮ বছর বয়সী পগবা। বেশ কিছুদিন দুবাইয়ে কাটিয়ে আবারও ওল্ড ট্রাফোর্ডে ফিরছেন তিনি। মৌসুমের শেষেই চুক্তির মেয়াদ শেষ হতে চললেও, কোচ রাংনিকের পরিকল্পনায় পগবা আছেন বলেই সবার বিশ্বাস।
২০১৬ সালে জুভেন্টাস থেকে তৎকালীন রেকর্ড ৮৯ মিলিয়ন পাউন্ডে ইউনাইটেডে আসেন পগবা। ম্যানইউ বিশ্বকাপজয়ী এই তারকার সাথে চুক্তি নবায়ন করতে চাইলেও এখনো পর্যন্ত পগবার কাছ থেকে হ্যাঁ-সূচক সাড়া পাওয়া যায়নি।
শনিবার নরউইচ সিটির সঙ্গে ম্যাচকে সামনে রেখে রাংনিক বলেন, "আমি বলবো না যে পগবা ম্যানইউতে থাকার যোগ্য নয়; অবশ্যই ম্যানইউর মতো একটা বড় ক্লাবে ফুটবলারদের খেলতে চাওয়া উচিত।"
"আর যদি কোনো খেলোয়াড় এই ক্লাবে দীর্ঘদিন থাকতে না চায় তাহলে আমার মনে হয় না তাকে বুঝিয়ে রাজি করানোর দরকার আছে", যোগ করেন রাংনিক।
তিনি আরও বলেন, "সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে, কিন্তু সেটা অন্য সবার ক্ষেত্রেও প্রযোজ্য। আমি শুধুমাত্র পগবার কোচ নই, আমি এই দলের বাকি সবারই কোচ। আর আমার লক্ষ্য প্রতিটি খেলোয়াড়ের উন্নতি করা। পুরো টিমের পারফরমেন্স ভালো করার মাধ্যমেই এটা সম্ভব।"
এদিকে ক্লাবের আরেক খেলোয়াড় অ্যান্থনি মার্শালের এজেন্ট জানিয়েছেন, ম্যানইউতে পর্যাপ্ত খেলার সময় না পাওয়ায় ক্লাব ছাড়তে চাইছেন ফরাসি ফরোয়ার্ড।
সূত্র: হিন্দুস্তান টাইমস