মিঠুন-মিজানুরের সেঞ্চুরিতে মধ্যাঞ্চলের দাপট, অপেক্ষায় জাকির
ম্যাচ শুরুর দিন দাপট দেখিয়েছিলেন ওয়ালটন মধ্যাঞ্চলের বোলাররা। বিসিবি উত্তরাঞ্চলকে ২১৯ রানে গুটিয়ে পরে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৬১ রান তুলে দিন শেষ করে মধ্যাঞ্চল। দলকে দারুণ শুরু এনে দেওয়া দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও মিজানুর রহমান দ্বিতীয় দিনে হয়ে উঠলেন অনবদ্য, করে গেলেন অসাধান ব্যাটিং।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম ম্যাচে তাদের জোড়া সেঞ্চুরিতে ২ উইকেটে ৪৩০ রান তুলেছে ওয়ালটন মধ্যাঞ্চল। দ্বিতীয় দিন শেষে তাদের লিড ২১১ রানের। সৌম্য সরকার ৩৯ ও সালমান হোসেন ৪০ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন করতে নেমেই অসাধারণ এক ইনিংস খেললেন মিঠুন। দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম শ্রেণির ১৩তম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ডাবল সেঞ্চুরির পথে হাঁটছিলেন এই ব্যাটসম্যান। কিন্তু ১৭৬ রান করে থামতে হয় তাকে। মিঠুন তার ২৫৭ বলের ইনিংসটি ২১ চার ও ২ ছক্কায় সাজান।
এর আগে সাজঘরে ফেরা মিজানুরও চমৎকার ব্যাটিং করেন। তানভীর হায়দারকে ছক্কা মেরে ১৬৩ বলে সেঞ্চুরির পূর্ণ করেন মধ্যাঞ্চলের এই ওপেনার। ২৪৩ বলে ২১ চার ও ৩ ছক্কায় ১৬২ রান করে আউট হন মিজানুর। আউট হওয়ার আগে মিঠুনের সঙ্গে ৩২৭ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি, যা দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ।
আরেক ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ৬ উইকেটে ২৮৮ রান করেছে বিসিবি দক্ষিণাঞ্চল। দ্বিতীয় দিন শেষে তারা এগিয়ে ২৮ রানে। দলকে বড় সংগ্রহের শক্ত ভিত গড়ে দেন এনামুল হক বিজয়। দক্ষিণাঞ্চলের এই ওপেনার ৮৮ রান করে আউট হন। ১১ চার ও এক ছক্কায় ৯১ রানে অপরাজিত আছেন জাকির হাসান। মেহেদি হাসান অপরাজিত আছেন ২৮ রানে।