বিসিএলের প্রাইজমানি থেকে কে জিতলো কতো টাকা
পর্দা নেমেছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া লঙ্গার ভার্সনের এই আসরটির শিরোপা জিতেছে ওয়ালটন মধ্যাঞ্চল। চারদিনের ম্যাচের টুর্নামেন্ট হলেও ফাইনাল ছিল পাঁচ দিনের। মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অধিনায়ক শুভাগত হোমের জোড়া সেঞ্চুরিতে বিসিবি দক্ষিণাঞ্চলকে ৪ উইকেটে হারায় মধ্যাঞ্চল।
চ্যাম্পিয়ন, রানার্সআপ, টুর্নামেন্ট সেরা, ফাইনাল সেরা, সর্বোচ্চ রান-উইকেট শিকারিরা আর্থিক পুরস্কার জিতেছেন। ফাইনাল খেলা দুই দলসহ কে জিতলেন কতো টাকা, এক নজরে দেখে নেওয়া যাক।
চ্যাম্পিয়ন: পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ক্রিকেট খেলা ওয়ালটন মধ্যাঞ্চল শিরোপা তুলেছে। এটা তাদের তৃতীয় বিসিএল শিরোপা। চ্যাম্পিয়ন হিসেবে ২০ লাখ টাকা পুরস্কার পেয়েছে দলটি।
রানার্স আপ: বিসিবির তত্ত্বাবধানে থাকা দল বিসিবি দক্ষিণাঞ্চলকে রানার্সআপের সান্ত্বনা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। পাঁচবারের চ্যাম্পিয়নরা রানার্সআপ হয়ে ১০ লাখ টাকা পুরস্কার পেয়েছে।
ফাইনাল সেরা: ফাইনালে ব্যাট হাতে দারুণ ছিলেন ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক শুভাগত হোম। প্রথম ইনিংসে ১১৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ফাইনাল সেরা হয়ে ৩০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
সর্বোচ্চ রান সংগ্রাহক: চার ম্যাচের সাত ইনিংসে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিসহ ৬৬.৮৫ গড়ে টুর্নামেন্টের ৪৬৮ রান করেছেন ওয়ালটন মধ্যাঞ্চলের ওপেনার মোহাম্মদ মিঠুন। এবারই প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়া মিঠুন সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে এক লাখ টাকা পুরস্কার পেয়েছেন।
সর্বোচ্চ উইকেটশিকারি: দারুণ টুর্নামেন্ট কাটানো ওয়ালটন মধ্যাঞ্চলের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ হয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারি। চার ম্যাচের সাত ইনিংসে ১৯.৪৫ গড়ে ২২ উইকেট নিয়েছেন তিনি। মুরাদও জিতেছেন এক লাখ টাকা।
টুর্নামেন্ট সেরা: টুর্নামেন্ট সেরা হয়েছেন মোহাম্মদ মিঠুন ও জাকির হাসান। দুজনই পেয়েছেন এক লাখ টাকা করে। বিসিবি দক্ষিণাঞ্চলের মিডল অর্ডার ব্যাটসম্যান জাকির চার ম্যাচের পাঁচ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিসহ ৭৯.৪০ গড়ে ৩৯৭ রান করেন।