কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাট
সর্বকালের সেরা ব্যাটসম্যান কে? এই প্রশ্নের উত্তরে যে নামগুলো আসে, সেখানে সবার ওপরে থাকে স্যার ডন ব্র্যাডম্যানের নাম। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই ব্যাটসম্যান যে ব্যাট দিয়ে ব্যাটিং করেছেন, সেটা যেকোনো ক্রিকেট ভক্তের কাছে মহামূল্যবান। ব্র্যাডম্যানের নামটা জুড়ে থাকার কারণেই একটা ব্যাটের মূল্য উঠলো কোটি টাকা।
চোখ কপালে ওঠার মতো খবর হলেও এমনই হয়েছে। ১৯৩৪ সালের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ব্র্যাডম্যানের ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে ২ লাখ ৪৫ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৫০ লাখ ১৩ হাজার টাকা।
গত দুই দশকের বেশি সময় ধরে বাউরালের ব্র্যাডম্যান জাদুঘরে রাখা ছিল এই ব্যাটটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা নিলাম থেকে ৮৭ বছর আগের ব্যাটটি কিনে নিয়েছেন।
এই ব্যাট দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৩৪ সালের পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের লিডস টেস্টে ৩০৪ রান ও ওভালে ২৪৪ রান করেন ব্র্যাডম্যান। এ ছাড়া ওপেনার বিল পন্সফোর্ডের সেঙ্গ ৪৫১ রানের জুটি গড়েছিলেন তিনি।
১৯৯৯ সাল থেকে নিউ সাউথ ওয়েলসের সাউদার্ন হাইল্যান্ডসের ব্র্যাডম্যান জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা হয়ে ব্যাটটি। ১৯৩৪ সালের ইংল্যান্ড সফরে অ্যাশেজের সবগুলো ম্যাচে উইলিয়াম সাইকস অ্যান্ড সনের তৈরি করা এই ব্যাটটি দিয়ে খেলেন ব্র্যাডম্যান।
সফর শেষে ওই ব্যাটে ব্র্যাডম্যান লেখেন, 'এই ব্যাট দিয়ে ১৯৩৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লিডসে ৩০৪ ও ওভালে ২৪৪ রান করেছি আমি।' অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, নিলামে বিক্রির পর এটা এখন ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেট ব্যাট।