২০ দিন পর মুক্ত নারী দলের তিন সদস্য
জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে কোয়ারেন্টিন, পাঁচদিন পরই বাড়ি ফিরবেন বলে ঠিক করে রেখেছিলেন। কিন্তু কোয়ারেন্টিনের শেষ দিনে আসে খারাপ খবর। বাংলাদেশ জাতীয় নারী দলের দুজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে একজন কোচও আক্রান্ত হন। হোটেল সোনারগাঁও ও মুগদা হাসপাতালে ২০ দিন থাকার পর করোনা মুক্ত হলেন তারা। সোমবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন তারা।
ওমিক্রনের প্রভাবে জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাই পর্ব শেষ না করেই দেশে ফেরে বাংলাদেশ। গত ১ ডিসেম্বর হোটেল সোনারগাঁওয়ে পাঁচ দিনের কোয়ারেন্টিনে প্রবেশ করে দল। শেষ দিনে দুই ক্রিকেটারের করোনা ধরা পড়ে। সপ্তাহ খানেক পর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। এরপর বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত এক কোচ।
সবাই হোটেল সোনারগাঁওতেই ছিলেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও আরও ভারতীয় ডেলিকেট ঢাকা এসে সোনারগাঁওয়ে ওঠায় নারী ক্রিকেটারদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। আক্রান্ত তিনজনকে রাখা হয় মুগদা জেনারেল হাসাপাতালে। বাকিরা ছিলেন মিরপুরের প্রশিকায় অবস্থিত বিসিবির নির্ধারিত ফ্লাটে। গত ১৫ ডিসেম্বর মুক্ত হন তারা। সোমবার মুক্ত হলেন আক্রান্ত তিনজন।
বিসিবির উইমেন উইংয়ের ইনচার্জ তৌহিদ মাহমুদ বলেছেন, 'রোববার সন্ধ্যায় এই তিনজন করোনা নেগেটিভ হয়েছেন। আজ দুপুরে যে যার বাসায় পথে রয়ানা হয়েছে। ২০ দিন বন্দি জীবন কাটানোর পর মুক্তি মেলায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। স্বস্তি ফিরেছে বিসিবিতে। এই সময়ে আমরাও অনেক চাপে ছিলাম।'
১০-১২ দিন বিশ্রাম নিয়ে মিরপুরে ক্যাম্পে যোগ দেবেন নারী দলের ক্রিকেটাররা। আগামী জানুয়ারিতে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমসের বাছাই পর্ব। বাছাই পর্ব থেকে একটি দল সুযোগ পাবে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার। বাছাই পর্বের আগে কয়েক সপ্তাহের ক্যাম্প করবে নারী দল। বাছাই পর্ব শেষে মার্চে নিউজিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবেন রুমানা-সালমারা।
জিম্বাবুয়েতে বাছাই পর্ব বাতিল হওয়াতে কপাল খুলেছে বাংলাদেশের। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে নারী দল। সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত র্যাঙ্কিয়ের সেরা আটে থাকা দলগুলো আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে। বাংলাদেশ সেরা আটের মধ্যে থাকায় সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে গেছে।