বাংলাদেশের হাতে ম্যাচের নাটাই
মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে প্রথম দুই উইকেট নেওয়ার পর হতাশা বাড়ছিল বাংলাদেশের। সুযোগ নষ্ট করে, রিভিউ হারিয়ে উইকেটের জন্য হন্যে হয়ে ফিরছিল মুমিনুল হকের দল। চতুর্থ দিনের শেষ বেলায় গিয়ে এক নিমেষেই সব হতাশা দূর করে দিলেন এবাদত হোসেন। বাংলাদেশের ডানহাতি এই পেসার তিন ওভারে তুলে নেন তিনটি উইকেট।
তার দারুণ বোলিংয়ে দিক হারানো নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৪৭ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে। স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১৭ রানের। কিউইদের আশার বাতি জ্বালিয়ে রেখেছেন অভিজ্ঞ রস টেলর ও রাচিন রবীন্দ্র। টেলর ৩৭ ও রবীন্দ্র ৬ রানে অপরাজিত আছেন।
মূলত এই দুই ব্যাটসম্যানের ওপরই ম্যাচের ফলাফল নির্ভর করছে। ম্যাচের নাটাই হাতে নিয়ে নেওয়া বাংলাদেশ শেষ দিনে এই দুই ব্যাটসম্যানকে দ্রুত ফিরিয়ে দিতে পারলে লক্ষ্য ছোট থাকার সম্ভাবনাই বেশি। কারণ কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্টদের ফিরিয়ে দিতে বেশি সময় লাগার কথা নয়।
চতুর্থ দিনে দারুণ বোলিং করেছেন এবাদত। তিনি একাই ধসিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ডানহাতি এই পেসার ৩৯ রান খরচায় নিয়েছেন ৪টি উইকেট। বাকি উইকেটটি নিয়েছেন তাসকিন আহমেদ।
কয়েকটি সুযোগ হারানোর পর এবাদতের জোড়া আঘাত
১৩০ রানের লিড নেওয়ার পর বল হাতেও শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। টম ল্যাথামকে ফেরান তাসকিন আহমেদ। পরে ডেভন কনওয়ের উইকেট নেন এবাদত হোসেন। আরও কয়েকটি উইকেটের দেখা মিলতে পারতো, কিন্তু সুযোগ হারানোয় হতাশাই বাড়ছিল।
অবশেষে উইকেট এনে দিলেন এবাদত। ডানহাতি এই পেসারের দ্বিতীয় শিকার ৬৯ রান করা উইল ইয়াং। একই ওভারে আবারও কিউই শিবিরে আঘাত হানলেন এবাদত। ইয়াংয়ের পর হেনরি নিকোলসের স্টাম্পও উপড়ে নিয়েছেন তিনি।
আরও ভালো অবস্থানে থাকতে পারতো বাংলাদেশ। কিন্তু মিস ফিল্ডিংয়ে তা হয়নি। মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ ছাড়েন উইকেটরক্ষক লিটন কুমার দাস। আরেকটি নিশ্চিত রান আউট মিস করেন এবাদত। এ ছাড়া আছে রিভিউ হারানোর হতাশা। ভুলে সব কটি রিভিউ-ই হারিয়ে বসেছে মুমিনুল হকের দল।
দ্বিতীয় ইনিংসে ৫৪ ওভারে ৪ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৩৬ রান। উইকেটে আছেন রস টেলর ও টম ব্লান্ডেল। টেলর ৩২ ও ব্লান্ডেল শূন্য রানে ব্যাটিং করছেন। কিউইরা ৬ রানের লিড নিয়েছে।
সাদমানের অসাধারণ ক্যাচে থামলেন কনওয়ে
প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের সবেচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসেও থিতু হয়ে গিয়েছিলেন। কিন্তু এবাদত হোসেন ও সাদমান ইসলাম অনিকের যৌথ প্রচেষ্টায় এবার আর ইনিংস বড় করতে পারলেন না ডেভন কনওয়ে। নিউজিল্যান্ডের বাঁহাতি এই ব্যাটসম্যান থামলেন ১৩ রান করে।
যদিও বাংলাদেশের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে কনওয়েকে ফেরায় বাংলাদেশ। এবাদতের ডেলিভারিটি কনওয়ের ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে গেলে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ ক্যাচ নেন সাদমান। উইকেটে আছেন উইল ইয়াং ও রস টেলর। ২৬ ওভারে ২ উইকেটে কিউইদের সংগ্রহ ৬৪ রান। বাংলাদেশ এগিয়ে আছে ৬৬ রানে।
ল্যাথামের স্টাম্প উপড়ে নিলেন তাসকিন
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে দারুণ শুরু করেও উইকেটশূন্য থেকে যান তাসকিন আহমেদ। দ্বিতীয় ইনিংসে তেমন হলো না। কিউইদের ব্যাটিং লাইন আপে প্রথম আঘাতটি হানলেন বাংলাদেশের ডানহাতি এই পেসার। মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৮.৪ ওভারে অধিনায়ক টম ল্যাথামকে ফিরিয়ে দিয়েছেন তাসকিন।
তাসকিনের একটি বাউন্সারে ব্যাট চালিয়ে নিজের বিপদ ডেকে আনেন ল্যাথাম। ইনসাইড এজে ভেঙে যায় তার স্টাম্প। ফেরার আগে ১৪ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইল ইয়াংয়ের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন ডেভন কনওয়ে।
১০ ওভার শেষে ১ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ৩০ রান। ইয়াং ১৪ ও কনওয়ে শূন্য রানে ব্যাটিং করছেন। বাংলাদেশ ১০০ রানে এগিয়ে আছে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩২৮ রানের জবাবে বাংলাদেশ তুলেছে ৪৫৮ রান।