বিপিএলের মাঝেই বাংলাদেশে আসছে আফগানিস্তান
গত ২১ জানুয়ারি মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরোয়া টি-টোয়েন্টির জমজমাট এই আসরটির পর্দা নামবে আগামী ১৮ ফেব্রুয়ারি। কিন্তু এর ছয়দিন আগেই ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে পৌছাঁবে আফগানিস্তান ক্রিকেট দল। বিপিএল চলার মাঝেই বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ আয়োজনের প্রস্তুতি সারতে হচ্ছে বাংলাদশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। এই সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত করেনি বিসিবি। তবে চট্টগ্রামে ওয়ানডে সিরিজ এবং ঢাকায় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করে রেখেছে বিসিবি।
এ নিয়ে বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'আমরা আজই সূচি চূড়ান্ত করার চেষ্টা করব। সম্ভব না হলে কালকের মধ্যে করে ফেলব। আমরা ওয়ানডে সিরিজ চট্টগ্রামে এবং টি-টোয়েন্টি ঢাকাতে আয়োজনের পরিকল্পনা নিয়েছি। এই মুহূর্তে যে সূচি করা আছে, তাতে আশা করছি আফগানিস্তান আগামী ১২ ফেব্রুয়ারির দিকে চলে আসবে।'
কন্ডিশনিং ক্যাম্প করার জন্য সিরিজ শুরুর কয়েক দিন আগে বাংলাদেশে আসছে আফগানিস্তান। সিলেটে রশিদ খান, মুজিব-উর-রহমানদের ক্যাম্পটি হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেন, 'একটা কন্ডিশনিং ক্যাম্প করার জন্য আফগানিস্তান আমাদের অনুরোধ করেছে। এই কন্ডিশনিং ক্যাম্পটা আমরা সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়েছি। এ কারণে ৪-৫ দিন আগে হয়তো তারা আসবে।'
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের জৈব সুরক্ষা বলয়ের নীতি নিয়ে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'আমাদের চলাফেরাকে সীমাবদ্ধ করার ব্যাপারে সরকারি যে নির্দেশনা রয়েছে, সে সমস্ত বিষয় বিবেচনা করে আমরা ঠিক করেছি। লজিস্টিক্যাল ফ্যাসিলিটিজ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সবকিছু বিবেচনা করে আমরা ঢাকা এবং চট্টগ্রামে সিরিজটা আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।'
এবারের বিপিএলে নেই ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। আসরের শেষ অংশসহ আফগানিস্তান সিরিজে ডিআরএস রাখতে চেষ্টা চালাচ্ছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'আমরা চেষ্টা করছি বিপিএলের শেষের অংশে ডিআরএস রাখা যায় কিনা। সে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে। আমাদের চেষ্টা থাকবে অন্তত শেষ অংশে যে ম্যাচগুলো হবে ঢাকাতে আফগানিস্তান সিরিজের, সেখানে ডিআরএস রাখার জন্য।'