এবার টিকটকে অভিষেক শোয়েবের
জনপ্রিয়তার শীর্ষে থাকা অনলাইন ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশন টিকটকে চলে এলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।
নিজের প্রথম টিকটক ভিডিওতে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' একটি অর্থবহ বার্তা প্রদান করেছেন সবার উদ্দেশ্যে।
টুইট বার্তায় ভক্তদেরকে নিজের টিকটক অ্যাকাউন্টের সঙ্গে পরিচয় করে দেন শোয়েব নিজেই।
লেখেন, "অবশেষে, আমি আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম টিকটকে। থাকবে ক্রিকেট এবং আরও অনেক কিছু, তবে সমস্তটাই দায়িত্ব সহকারে।"
শোয়েবের প্রথম টিকটক ভিডিওতে দেখা যায়, হাতে হেলমেট নিয়ে তিনি একটি বাইকে বসে আছেন।
বলে ওঠেন, "বাইকে ওঠার আগে হেলমেট জরুরী। আমার বোলিংয়ের মুখোমুখি হতে হলে সুস্থির, ধীর হওয়া জরুরী। তেমনই ইন্টারনেটে কোনো কিছু আপলোড করার আগে খানিকটা ভাবনা জরুরী। কারো ক্ষতি করছে কিংবা কারো আবেগে আঘাত করছে এমন কিছু যেন আমরা পোস্ট না করি।"
নীতিবিরোধী নানান কন্টেন্টের জন্য ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক প্রায়ই সমালোচনায় পড়ে।
টিকটকে অ্যাকাউন্ট খোলার কয়েক ঘণ্টার মধ্যে শোয়েবের ফলোয়ার ২২ হাজারে পৌঁছে যায়। তবে তিনি এখনো কাউকে 'ফলো ব্যাক' করেননি।
- সূত্র- জিও নিউজ