আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন সোহান
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের পর সিলেট পর্বও দারুণ কেটেছে ফরচুন বরিশালের। প্রথম দল হিসেবে প্লে-অফ ও কোয়ালিয়ার নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল। খুশি মনেই ঢাকা ফিরেছে বরিশাল।
এর মধ্যে দুঃসংবাদ শুনলেন দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের খেলা শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করায় আর্থিক জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে।
মঙ্গলবার ঘরের মাঠের দল সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে ১২ রানে জেতে বরিশাল। এই ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করেন সোহান। সিলেটের ইনিংসের ১৪তম ওভারে সাকিবের বলে স্টাম্পিং হন সিলেটের অধিনায়ক রবি বোপারা। বলটি বোপারার ব্যাট ফাঁকি দিয়ে সোহানের প্যাডে লেগে স্টাম্পে আঘাত হানে।
বল স্টাম্পে লাগার পরপরই জোরালো আবেদন করেন সোহান। থার্ড আম্পায়ারের সাহায্য চাইতে কিছুটা দেরি করেন লেগ আম্পায়ার মোজাহিদুজ্জামান। এতে সঙ্গে সঙ্গে মেজাজ হারান সোহান। রাগী ভঙ্গিতে লেগ আম্পায়ারকে থার্ড আম্পায়ারের সাহায্য নিতে এক প্রকার নির্দেশ দেন সোহান। যা আচরণ বিধির লঙ্ঘন।
এটাকে বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৪ অনুচ্ছেদের লেভেল-১ এর আচরণবিধি ভঙ্গ হিসেবে বিবেচনা করেছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। শাস্তি হিসেবে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে সোহানকে। নিজের ভুল মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।