‘বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার’- বলছেন সাকিব
ওপেনার নিয়ে চিন্তার শেষ ছিল না ফরচুন বরিশালের। আজ সৈকত আলী তো কাল জেইক লিনটট। ওপেনিং করানো হয়েছে নাজমুল হোসেন শান্ত, ডোয়াইন ব্রাভোকে দিয়েও। কাউকে দিয়েই দিশা মিলছিল না বরিশালের। প্রথম কয়েক ম্যাচে পাঁচে ব্যাটিং করানো ক্রিস গেইলেকে ফেরানো হয় ওপেনিংয়ে, সঙ্গী মুনিম শাহরিয়ার।
এই জুটিতে আলোর পথ মিলেছে ফরচুন বরিশালের। গেইল সেভাবে তার নামের প্রতি সুবিচার করতে না পারলেও প্রায় প্রতি ম্যাচেই ধুন্ধমার ব্যাটিংয়ে চার-ছক্কার ফুলঝুরি সাজাচ্ছেন মুনিম। রবিশালের হয়ে খেলা ৪ ম্যাচের মধ্যে কেবল একটিতে তার ব্যাট হাসেনি। বাকি ৩ ম্যাচেই শুরুর কাজটা দায়িত্ব নিয়ে সেরেছেন তিনি, ঠিক রেখেছেন টি-টোয়েন্টিসুলভ স্ট্রাইক রেটও।
শুক্রবার মিনিস্টার ঢাকার বিপক্ষে ২৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ৩৭ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ওপেনার। মুনিমের এমন ধারাবাহিক সাহসী ব্যাটিংয়ে মুগ্ধ বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তার মতে, বাংলাদেশের যেমন প্রতিভা দরকার ছিল, সে তেমনই একজন ব্যাটসম্যান। তার মতে, বিপিএলের বড় আবিষ্কার মুনিম।
ঢাকার বিপক্ষে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুনিমকে নিয়ে সাকিব বলেন, 'আমার মতে, বাংলাদেশের যেমন প্রতিভা প্রয়োজন ছিল, সে তেমনই একজন। বলের ক্লিন স্ট্রাইকার, দারুণ টাইমিং করে, সাহসী ক্রিকেটার।'
সাকিবের চাওয়া মুনিমকে যেন ঠিকভাবে যত্ন নেওয়া হয়। মুনিম বিপিএলের বড় আবিষ্কার জানিয়ে সাকিব বলেন, 'এখন নিশ্চিত করতে হবে তার যেন ঠিকঠাক যত্ন নেওয়া হয়। নিশ্চিতভাবেই বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার।'
গত ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে আলোচনায় আসেন ২৩ বছর বয়সী মুনিম। ঢাকা আবাহনীর হয়ে ১৪ ম্যাচে ২টি হাফ সেঞ্চুরিসহ ২৯.৫৮ গড় ১৪৩.১৪ স্ট্রাইক রেটে ৩৫৫ রান করেন ময়মনসিংহের এই ক্রিকেটার। তার চেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে কেবল সোহানের বেশি স্ট্রাইক রেটে ছিল, ১৪৯.৬১।
এরপরও বিপিএলের ড্রাফটে দল পাননি মুনিম। পরে তাকে দলে ভেড়ায় বরিশাল। করোনা পজিটিভ হওয়ায় শুরুর কয়েকটি ম্যাচ খেলা হয়নি তরুণ এই ব্যাটসম্যানের। ষষ্ঠ ম্যাচ থেকে সুযোগ পেয়েই দারুণ সব শটে ভয়ডরহীন ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি। ফরচুন বরিশালের হয়ে চার ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ ৩৩.৫০ ও ১৬৭.৫০ গড়ে ১৩৪ রান করেছেন মুনিম।