প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন মুশফিক
মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় ছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছিলেন অভিজ্ঞ উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলা হচ্ছে না মুশফিকের। অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোটের পাওয়ায় বৃহস্পতিবারের এই ম্যাচে মুশফিককে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
খেলা শুরুর দুই ঘণ্টা আগে এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি দ্বিতীয় টি-টোয়েন্টিতেও তার খেলা নিয়ে সংশয় আছে। মুশফিককে পর্যবেক্ষণে রাখা হবে। শুক্রবার তার চোটের অবস্থা যাচাইয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, 'ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পাওয়ার কারণে আজকের ম্যাচে মুশফিককে বিবেচনা করা হচ্ছে না। সে পর্যবেক্ষণে থাকবে, শুক্রবার তার অবস্থা যাচাই করবে বিসিবির মেডিকেল বিভাগ। এরপর দ্বিতীয় ম্যাচে তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।'
মুশফিকের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়জিদ উল ইসলাম বলেছেন, 'গতকাল মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে বল লাগার পরে একটা এক্স-রে করানো হয়। ওখানে খারাপ কিছু হয়নি, স্বাভাবিকই আছে। কিন্তু একটু ফোলা আছে এবং রঙের পরবির্তন আছে। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। আজকের ম্যাচে তাকে বাইরে রাখা হয়েছে। আগামীকাল মুশফিকের অনুশীলনের পরে তার ব্যাপারে সিদ্ধান্ত জানাব।'
বুধবার অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পরে অবশ্য ব্যাটিংও করেন তিনি। পরে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, এক্স-রেতে খারাপ কিছু আসেনি। তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। কিন্তু শেষ পর্যন্ত মুশফিককে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বিসিবি, এ কার তাকে বিশ্রামে রাখা হচ্ছে। মুশফিকের চোটের ব্যাপারটি মাথায় রেখেই বুধবার স্কোয়াডে যোগ করা হয় উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে।