মুজিব বর্ষ উদযাপনে বিসিবির কনসার্ট মাতাবেন এ আর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বড় আয়োজনের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ২০২০ সালের মার্চে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের কথা ছিল। ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানকে নিয়েও কনসার্ট করার কথা ছিল।
কিন্তু করোনাভাইরাসের প্রকোপে কোনো কিছুই আয়োজন করা সম্ভব হয়নি। তবে দুই বছর পর হলেও আয়োজনের কিছু অংশ আলোর মুখ দেখতে যাচ্ছে। নানা কারণে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ দল বানিয়ে ম্যাচ আয়োজন সম্ভব না হলেও কনসার্টটি করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
আগামী ২৯ মার্চ মিরপুর স্টেডিয়ামে হবে কনসার্টটি। এতে অংশ নেবেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী, পরিচালক এ আর রহমান। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী। তিনি বলেন, 'কনসার্টটি করছি। মিরপুরে ২৯ মার্চ কনসার্টটি হবে, সেই পরিকল্পনাতেই এগোচ্ছি আমরা।'
কনসার্ট আয়োজনে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চেয়েছে বিসিবি। প্রধানমন্ত্রীর থাকার কথা বিসিবির এই আয়োজনে। কনসার্টে এ আর রহমান ছাড়াও বাংলাদেশের শীর্ষ কয়েকজন সংগীতশিল্পী পারফর্ম করবেন। এর আগেও এ আর রহমানকে নিয়ে অনুষ্ঠান করেছে বিসিবি। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছিলেন গুণী এই সংগীত শিল্পী।
২০২০ সালের ২০ ও ২১ মার্চ তারকা ক্রিকেটারদের নিয়ে দুটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। ম্যাচে বিরাট কোহলি, লোকেশ রাহুল, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ফাফ ডু প্লেসিদের মতো তারকা ক্রিকেটারদের অংশগ্রহণের কথা জানিয়েছিল বিসিবি। কিন্তু করোনার ধাবায় ম্যাচ আয়োজন সম্ভব হয়নি।
যদিও বিসিবি এখনও আশায় আছে ম্যাচ দুটি আয়োজনের। এ নিয়ে বিসিবি প্রধান নির্বাহী বললেন, 'আমরা দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে যাইনি। ম্যাচ দুটি আয়োজন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সুযোগ পেলে যেকোনো সময় আমরা আয়োজন করব।'
আগামী ১৫ মার্ম শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। মিরপুর স্টেডিয়ামে নিয়মিত ম্যাচ থাকবে। কনসার্টের কারণে মার্চের শেষ দিকের দুই রাউন্ডের ম্যাচগুলো ইউল্যাবের মাঠে অনুষ্ঠিত হবে।