‘সিরিজের মাঝপথে কাউকে ছাড়ার সুযোগই নেই’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ডানহাতি এই পেসারকে দলে ভেড়াতে চেয়েছিল আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তাসকিন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করেছিল দলটি। কিন্তু দক্ষিণ আফ্রিকায় সিরিজ থাকায় তাসকিনকে আইপিএল খেলার অনাপত্তিপত্র দেয়নি বিসিবি।
এর পরদিন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, সিরিজের মাঝপথে কোনো ক্রিকেটারকে অন্য লিগ খেলতে দেওয়ার উপায় নেই। সিরিজ শেষে তাসকিন চাইলে এবং আইপিএলের দলটি অপেক্ষা করলে সেটা ভিন্ন কথা। এমনকি মে মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও তাসকিনকে ছুটি দিতে রাজি বিসিবি।
তাসকিনের বিষয়ে নাজমুল হাসান মঙ্গলবার বলেন, 'তাসকিনের খেলার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। তবে কোনো সিরিজের মধ্যে নয়। ওর সাথে যেটা কথা, এই সিরিজের পরে ও যেতে পারে। এমনকি এই সিরিজের পরে যে শ্রীলংকা সিরিজটা আছে, ওটাতেও আমরা ছাড় দিতে পারি। কিন্তু একটি চলমান সিরিজের মাঝপথে কাউকে ছাড়ার সুযোগই নেই।'
প্রথমবারের মতো আইপিএলে ডাক পাওয়া তাসকিনের ইচ্ছা ছিল খেলার। তবে সিরিজের মাঝে থাকায় বিসিবির ওপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলেন তিনি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেছিলেন, 'প্রস্তাব এসেছে খেলার, খেলার সুযোগ পেলে খেলব। কিন্তু এটা নির্ভর করছে ক্রিকেট বোর্ডের উপর। তারা যে সিদ্ধান্ত নেবে, সেটাই।'
ডাক পাওয়ার দিনই তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত নেয় বিসিবি। তাসকিনকে না করে দিতে বলা হয়। এতে কিছুটা মন খারাপ হলেও সেটাকে গুরুত্ব দেননি বাংলাদেশের এই গতি তারকা। টিবিএসকে তাসকিন বলেন, 'খারাপ কিছুটা লেগেছে, তবে এটাকে গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। খারাপ লাগাই উচিত নয়, কারণ সবার আগে দেশে খেলা। দেশের হয়ে ভালো খেলতে পারলে আরও অনেক সুযোগ আসবে।'