‘পরিবারের বিষয়, সে যেকোনো সময় দেশে আসতে পারে’
সাকিব আল হাসানের পরিবারের বেশ কয়েকজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত সাকিবের মা শিরিন আক্তার ও তার দুই সন্তান নিউমোনিয়া নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত সাকিবের শাশুড়ি। এ সময়ে পরিবারের সদস্যদের পাশে থাকতে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
সোমবার দেশের উদ্দেশে রওনা দেওয়ার ঠিক হয়ে গিয়েছিল তার। যদিও পরে সিদ্ধান্ত পাল্টে দক্ষিণ আফ্রিকা থেকে গেছেন, খেলবেন তৃতীয় ওয়ানডেও। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দেশে ফেরার অনুমতি দিয়ে রাখা হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, পরিবারের বিষয় হওয়ায় সাকিব চাইল যেকোনো সময় দেশে ফিরতে পারেন।
সাকিব প্রসঙ্গে মঙ্গলবার নাজমুল হাসান বলেন, 'সাকিব আমাকে প্রথম ওয়ানডের পরই বলেছিল যে ওর পরিবারের সবাই অসুস্থ। আমি তাকে বলেছি যে ও আসতে পারে। পরিবার খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের জন্য অবশ্যই সে যখন মনে করে, চলে আসতে পারে। তখন ও বলেছিল যে দ্বিতীয় ওয়ানডেটা খেলে আসবে। দ্বিতীয় ওয়ানডের পর আবার বললো সে আসছে। তারপর ওর টিকিটটাও বুকড হয়ে গিয়েছিল। তারপর আবার কালকে ফোন করে বললো, "না আমি তৃতীয় ওয়ানডেটা খেলে আসি।"
বিসিবির পক্ষ থেকে সাকিবকে নির্দেশনা দেওয়া আছে বলে জানান বিসিবি সভাপতি। এমন মানসিক অবস্থায়ও দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ায় সাকিবের প্রশংসাও করেন নাজমুল হাসান। তিনি বলেন, 'আমাদের তরফ থেকে ওকে সবুজ সংকেত দেওয়া আছে। যেহেতু পরিবারের বিষয়, সে যেকোনো সময় দেশে আসতে পারে। ও যে খেলছে, অবশ্যই এটা আমাদের জন্য বড় ব্যাপার এবং ও ত্যাগ স্বীকার করছে, এটাতে কোনো সন্দেহ নেই।'
অনেক আগে থেকেই হৃদরোগে ভুগছেন সাকিবের মা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি শিরিন আক্তারের শারীরিক অবস্থা। সাকিবের ছেলে আইজাহ আল হাসান ও দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। ক্যান্সারে আক্রান্ত সাকিবের শাশুড়ির সিএমএইচে চিকিৎসা চলছে।