সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দারুণ এক জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে দিয়েই সিরিজ জয়ের মিশনে নামে তামিম ইকবালের দল। কিন্তু এই ম্যাচটা ভালো যায়নি, দাপুটে জয়ে সিরিজে সমতা টানে প্রোটিয়ারা। তৃতীয় ওয়ানডে হয়ে উঠেছে অলিখিত ফাইনাল। অভিন্ন লক্ষ্য নিয়েই আজ স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
এই ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। ম্যাচটি সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে।
আগের ম্যাচের মতো এই ম্যাচেও একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। আগের একাদশ নিয়েই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের মিশনে নেমেছে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তন এসেছে। একাদশে নেই ওয়েন পার্নেল। তার জায়গায় সুযোগ পেয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস।
দক্ষিণ আফ্রিকায় ২০০২ সাল থেকে খেলে আসছে বাংলাদেশ। দেশটিতে একটি জয় এতদিন স্বপ্নের মতো ছিল বাংলাদেশের কাছে। এই সফরের আগে প্রোটিয়াদের মাটিতে তিন ফরম্যাটে খেলা ১৯ ম্যাচের সবকটিতে হারে বাংলাদেশ। সেই রেকর্ড বদলে নিয়েছে তারা, এবার তাদের মিশন সিরিজ জিতে ইতিহাস গড়া।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ইয়ানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনা, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।