আজ দেশে ফিরছেন সাকিব, দ্বিতীয় টেস্ট খেলার আশা
পরিবারের সদস্যদের অসুস্থতার খবর পান কয়েকদিন আগেই। অস্থির হয়ে পড়া সাকিব আল হাসান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তিনিই সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকায় থেকে যান, লক্ষ্য ছিল তৃতীয় ওয়ানডে খেলা। ম্যাচটি খেলেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার, সিরিজ জিতেছেন; হয়েছেন বর্ণিল উদযাপনের অংশ। এবার দেশে ফিরছেন সাকিব।
হৃদরোগে আক্রান্ত সাকিবের মা শিরিন আক্তার ও তার দুই সন্তান নিউমোনিয়া নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত সাকিবের শাশুড়ি। পরিবারের সদস্যদের পাশে থাকতে আজ দেশে ফিরে আসছেন সাকিব। দক্ষিণ আফ্রিকার সময় ৯টা ৪০ মিনিটে বিমানে উঠেছেন সাকিব। বাংলাদেশ সময় বিকেল ৫টায় তার ঢাকায় পৌঁছানোর কথা।
দেশে ফিরে কয়েকদিন পরিবারের সঙ্গে থাকার পরিকল্পনা সাকিবের। তাতে ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তার না খেলা একরকম নিশ্চিতই। যদিও সাকিব জানিয়েছেন, প্রথম টেস্ট খেলার চেষ্টার করবেন তিনি। সেটা সম্ভব না হলে দ্বিতীয় টেস্ট থেকে দলের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনার বাংলাদেশ অলরাউন্ডারের। দক্ষিণ আফ্রিকা থেকে এমনই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
তিনি বলেন, 'আপনারা সবাই জানেন এটা মেডিকেল কন্ডিশন। এ জন্য কেউ আগে থেকে কিছু বলতেও পারছে না। যদি সব কিছু ঠিক থাকে, সাকিব বলেছে সে ফিরে এসে দলের সঙ্গে যোগ দেবে। যদি সম্ভব হয় তার পক্ষে, তাহলে সে জয়েন করবে (প্রথম টেস্টে)। তারপরও যদি না হয় তাহলে দ্বিতীয় টেস্টের জন্য চেষ্টা করবে।'
শুধু দলে যোগ দেওয়াই নয়, ওয়ানডের পর টেস্ট সিরিজেও জিততে চান সাকিব। মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, 'সাকিব খুব করে চেষ্টা করছে টেস্ট সিরিজটাও খেলার। সে খেলতে চায়। আমরা সিরিজ জয় লাভ করলাম তাকে নিয়ে। টেস্টেও আমরা চাচ্ছি জয়লাভ করার জন্য। সাকিবও জিততে চায়। এ জন্য সাকিব ফিরে এসে খেলতে আগ্রহী যদি সবকিছু ঠিক থাকে।'