সিদ্ধান্ত দিতে এতো তাড়া কেন, আম্পায়ারের কাছে জবাব চায় বিসিবি
বোলার বল করলেন, ব্যাটসম্যানের রক্ষণাত্মকভাবে ফেরানোর চেষ্টা। ব্যাটে লেগে বল ব্যাটসম্যানের দুই পায়ের মাঝ দিয়ে চলে যায়। বল ব্যাটে লাগায় বোলার কোনো আবেদন করেননি, উইকেটরক্ষকও নিরব। কিন্তু আম্পায়ার নিজের মতো করে আঙুল তুলে ব্যাটসম্যানকে আউট ঘোষণা করে দেন। ব্যাটসম্যান বিস্ময়ে কী করবেন বুঝতে পারছিলেন না।
অবাক শোনালেও রোববার এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে ঢাকা প্রিমিয়ার লিগে। সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে এতো কীসের তাড়া, এটা জানতে চাওয়া হয়েছে মাঠে আম্পায়ারের দায়িত্বে থাকা মাসুদুর রহমান মুকুলের কাছে। বিসিবির আম্পায়ার্স কমিটি থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে অভিজ্ঞ এই আম্পায়ারকে।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তিনি বলেন, 'বিষয়টি আমার নজরেই এসেছে। খেলাঘর কোনো অভিযোগ করেনি। আম্পায়ার্স কমিটি থেকেই তার কাছে এমন ভুলের আনুষ্ঠানিক কারণ জানতে চাওয়া হয়েছে।'
'আমি জানতে চেয়েছি এতো দ্রুত সিদ্ধান্ত দেওয়ার কারণ কী? সে বলেছে "হয়তো আমার মনোযোগের ঘাটতি ছিলো।" আমি বলেছি ওটা লিখিত দাও। মনোযোগের ঘাটতি দুই-একবার গ্রহণ করা যাবে, বার বার তো যাবে না।' যোগ করেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান।
বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ইনিংসের ষষ্ঠ ওভার করছিলেন আবাহনীর স্পিনার আরাফাত সানি। তার একটি ডেলিভারিতে বাঁ পা এগিয়ে ডিফেন্স করেন খেলাঘরের ওপেনার হাসানুজ্জামান। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, তার ব্যাটে লেগে বল বেরিয়ে যাচ্ছে।
আরাফাত সানি আফসোস করছিলেন আউটের সম্ভাবনা তৈরি হয়েছিল বলে। বলের গতিপথ স্টাম্পের দিকে থাকলে উইকেট মিলতেও পারতো। উইকেটরক্ষক জাকের আলী অনিকও আফসোস করে মাথায় হাত দিয়ে দেখতে থাকেন বলের গতিপথ। স্লিপে দাঁড়ানো ফিল্ডার কেবল হাত তুলে আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে হাসানুজ্জামানকে এলবিডব্লিউতে আউট ঘোষণা দেন মাসুদুর রহমান মুকুল।
হাসানুজ্জামান রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন। কিন্তু আম্পায়ারকে আঙুল তুলতে দেখে মাঝ উইকেটের আগেই থেমে যান তিনি। কিছুতেই এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন খেলাঘরের এই ওপেনার। বিস্ময়ে এদিক-সেদিক তাকাচ্ছিলেন তিনি। কিছুক্ষণ তাকিয়ে থাকেন আম্পায়ার মুকুলের দিকে। কিন্তু তাতে সিদ্ধান্ত বদলায়নি। সাজঘরে ফিরতে হয় হাসানুজ্জামানকে।
মুকুলের এমন আউটের সিদ্ধান্তে অবাক ইফতেখার আহমেদ মিঠুও। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান বলেন, 'আমি মুকুলের সঙ্গে কথা বলেছি। মুকুল আমাকে জানিয়েছে সে ভুল করেছে। অমনোযোগের কারণে এমনটা হয়েছে। শোনার পর আমি মুকুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। ভিডিও ফুটেজ দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে মেইল পাঠাচ্ছি মুকুলের কাছে। আমরা তার মন্তব্য আনুষ্ঠানিকভাবে জানতে চাই।'
অনেক দিন ধরেই আম্পায়ারিং করে আসছেন মুকুল। ২৮ টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করার অভিজ্ঞতা আছে তার। লিস্ট 'এ' ক্রিকেটে ১৪৯টি ম্যাচ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন মুকুল। আম্পায়ার হিসেবে তার সুনামও আছে। এ কারণেই মুকুলের এমন সিদ্ধান্তে সবাই বিস্মিত।