ডারবানে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই তামিম-শরিফুল
ওয়ানডে সিরিজ স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০ বছরের অপেক্ষা ফুরিয়ে প্রথম জয়ের স্বাদ নেওয়ার সিরিজে রাজত্ব ছিল তামিম ইকবালের দলের। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় সফরকারীরা। এবার টেস্ট সিরিজেও দারুণ কিছুর আশায় বাংলাদেশ। জয়ের লক্ষ্য নিয়ে আজ ৩১ মার্চ প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে মুমিনুল হকের দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশের এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় ডারবানের কিংমিড স্টেডিয়ামে শুরু হবে।
এই ম্যাচ দিয়ে প্রায় এক বছর পর জাতীয় দলের হয়ে টেস্ট খেলার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে পেটের পীড়ার কারণে তাকে ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ। টিম হোটেলে বিশ্রামে আছেন তিনি। বিসিবির পাঠানোর এক ভিডিও বার্তায় বিষয়টি জানান ফিজিও বায়েজেদুল ইসলাম। ছোটখাটো চোট ও অনুশীলনের পর ক্লান্ত অনুভব করায় বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে।
তামিম সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেন। এরপর বাংলাদেশ জিম্বাবুয়ে, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি সিরিজ খেলে বাংলাদেশ। বাংলাদেশের খেলা সর্বশেষ টেস্টের একাদশ থেকে নেই শরিফুল ইসলাম। বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও নাঈম শেখ।
একাদশে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ। ফিরেছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়। ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় টেস্টেও তার খেলা নিয়ে এখন পর্যন্ত পরিষ্কার কোনো বার্তা দেওয়া হয়নি বাংলাদেশ দলের পক্ষ থেকে।
২০০২ সাল থেকে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ১০টি ম্যাচেই বাংলাদেশ হেরেছে, দুটি ম্যাচ ড্র হয়। ১০ হারের মধ্যে আটটিতেই ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা ৬ টেস্টের সবগুলোতেই হার মানতে হয় বাংলাদেশকে।
বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার (অধিনায়ক), সারেল আরভিয়া, কেগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকলটন, কাইল ভেরেইনা (উইকেটরক্ষক), ভিয়ান মুলডার, কেশব মহারাজ, সাইমন হার্মার, লিজাদ উইলিয়ামস ও ডুয়ান অলিভিয়ার।