বড় মেয়েকে নিয়ে রাতে আমেরিকায় যাচ্ছেন সাকিব, খেলবেন না দ্বিতীয় টেস্ট
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীনই সাকিব আল হাসানের দেশে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। পরিবারের বেশ কয়েকজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় দল তাকে দেশে ফেরার অনুমতি দিয়ে রেখেছিল। কিন্তু সাকিব শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে থেকে যান, ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতে দেশের ফ্লাইটে চড়েন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
তখনই বিসিবির পক্ষ থেকে জানানো হয়, প্রথম টেস্টে না খেললেও দ্বিতীয় টেস্টে সাকিবের ফেরার সম্ভাবনা আছে। কিন্তু সেই সম্ভাবনা মিলিয়ে গেল। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে সাকিবের। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
আমেরিকায় সাকিবের বড় মেয়ে আলাইনা হাসান অউব্রির স্কুল খুলছে। এ কারণে তাকে নিয়ে আমেরিকা যেতে হচ্ছে সাকিবকে। তবে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির তার ক্যান্সার আক্রান্ত মায়ের সঙ্গে ঢাকাতে থাকছেন। তার সঙ্গে মেঝো মেয়ে ইরাম হাসান ও ছেলে আইযাহ আল হাসানও থাকবে। তাই আমেরিকায় বড় মেয়ের দেখভাল সাকিবকেই করতে হবে। আজ রাত ৮টা ২০ মিনিটের ফ্লাইটে রওনা করবেন সাকিব।
বাংলাদেশ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় আছেন জালাল ইউনুস। সাকিবের দ্বিতীয় টেস্ট খেলার অনিশ্চয়তা পরিষ্কার করে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, 'সাকিবকে আমরা দ্বিতীয় টেস্টেও পাচ্ছি না। পারিবারিক কারণে তার যুক্তরাষ্ট্রে যাওয়া লাগছে। তার স্ত্রী ঢাকায় মায়ের সঙ্গে থাকবে। সাকিব মেয়েকে নিয়ে চলে যাবে যুক্তরাষ্ট্রে।'
ওয়ানডে সিরিজের পর টেস্টেও খেলার আগ্রহ প্রকাশ করেন সাকিব। কিন্তু তার মা শিরিন আক্তার, দুই সন্তান ও ক্যান্সার আক্রান্ত শাশুড়ি হাসাপাতালে থাকায় ফিরে আসেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তার প্রথম টেস্ট না খেলার বিষয়টি নিশ্চিতই ছিল। তবে চেষ্টা ছিল দ্বিতীয় টেস্ট খেলার। কিন্তু পারিবারিক কারণে তা আর সম্ভব হলো না।