নিরপেক্ষ আম্পায়ার ফেরাতে বলছেন সাকিব
বেশিরভাগ দেশেই করোনাভাইরাসের পরিস্থিতি আগের চেয়ে ভালো অবস্থায়। তুলে দেওয়া হয়েছে অনেক বিধিনিষেধই। তবে ক্রিকেটের বদলে যাওয়া নিয়ম এখনও আগের মতোই আছেন। এখনও আন্তর্জাতিক ম্যাচগুলো স্থানীয় ম্যাচ অফিসিয়ালদের দিয়ে পরিচালনা করা হচ্ছে। তবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ডারবান টেস্ট চলাকালীন নিরপেক্ষ আম্পায়ার ফেরানোর কথা বললেন সাকিব আল হাসান।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি টুইট করেছেন পারিকারিক কারণে টেস্ট সিরিজের বাইরে থাকা অভিজ্ঞ এই অলরাউন্ডার। সাকিবের মতে, করোনা পরিস্থিতির অনেক উন্নতি হওয়ায় স্থানীয় অফিসিয়ালদের দিয়ে আর ম্যাচ পরিচালনা না করে নিরপেক্ষদের ফেরানো উচিত আইসিসির।
ডারবান টেস্টে বেশ কয়েকটি সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে। এখন পর্যন্ত রিভিউয়ের পর সাতবার সিদ্ধান্ত বদলাতে হয়েছে অন-ফিল্ডের দুই আম্পায়ারকে। 'ক্লোজ কল'-এর বেশিরভাগই বাংলাদেশের বিপক্ষে গেছে। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসের ৪৪তম ওভার পর্যন্ত এলবিডব্লিউর রিভিউয়ে চারটি আম্পায়ার্স কল হয়েছে, এর তিনটিই বিপক্ষে গেছে বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পাওয়া তিন উইকেটের দুটিই এসেছে রিভিউ নিয়ে।
এ কারণেই কিনা সাকিব নিরপেক্ষ আম্পায়ার ফেরাতে বলছেন। বড় মেয়ে আলাইনা হাসান অউব্রিকে নিয়ে দুদিন আগে আমেরিকায় যাওয়া সাকিব এক টুইটে লিখেছেন, 'আমার মনে হয় নিরপেক্ষ আম্পায়ারের নিয়মে ফেরার সময় এসেছে আইসিসির, কারণ বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশেই করোনা পরিস্থিতি এখন ভালো।'
২০০২ সাল থেকে টেস্ট ম্যাচের ক্ষেত্রে ম্যাচ রেফারি, দুই অন-ফিল্ড আম্পায়ার ও তৃতীয় আম্পায়ার থাকেন নিরপেক্ষ। শুধু চতুর্থ আম্পায়ার হয় স্থানীয়। ওয়ানডের ক্ষেত্রে ম্যাচ রেফারি, একজন অন-ফিল্ড আম্পায়ার, তৃতীয় আম্পায়ার থাকেন নিরপেক্ষ; একজন অন-ফিল্ড আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার স্থানীয়। আর টি-টোয়েন্টিতে শুধু ম্যাচ রেফারি হয় নিরপেক্ষ, বাকিরা স্থানীয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ভ্রমণে বিধিনিষেধ থাকায় স্থানীয়তের দিয়ে ম্যাচ পরিচালনার নিয়ম চালু করে আইসিসি।