২৩.৫ মিলিয়ন টিকেটের আবেদন, আর্জেন্টিনাকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ
কাতার বিশ্বকাপের এখনও সাত মাস বাকি। অনেক সময় বাকি থাকলেও অনলাইনে টিকিট ছেড়েছিল আয়োজক কর্তৃপক্ষ। 'গ্রেটেস্ট শো অন আর্থ'- এর রোমাঞ্চে অংশ নিতে ২৩.৫ মিলিয়ন (২ কোটি ৩৫ লাখ) মানুষ টিকিটের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ফাইনাল ছাড়া সবচেয়ে আগ্রহ ফুটবল লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার ম্যাচ নিয়ে। কিন্তু অতিরিক্ত চাহিদা থাকায় টিকেটের জন্য আবেদন করার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ব জুড়ে ফুটবল অনুরাগীরা ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ আসরের জন্য অপেক্ষা করছে। র্যান্ডম সিলেকশন ড্র সেলে ২৩.৫ মিলিয়ন টিকেটের জন্য অনুরোধ জমা পড়েছে। এরপর বুধবার (২৮ এপ্রিল) টিকেটের আবেদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
বিশ্বকাপের টিকেট কেনায় আগ্রহীদের মধ্যে সবচেয়ে বেশি হলেন স্বাগতিক কাতারের মানুষ। এরপর সবেচেয়ে বেশি আগ্রহ আর্জেন্টিনার ম্যাচ নিয়ে। এরপর সবচেয়ে বেশি আবেদন পড়েছে ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, মেক্সিকো, সৌদি আরব এবং আমেরিকা থেকে।
আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ আর্জেন্টিনার ম্যাচকে কেন্দ্র করে। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পরই আর্জেন্টিনা-মেক্সিকো, আর্জেন্টিনা-সৌদি আরব, ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র এবং পোল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের টিকেটের জন্য সবচেয়ে বেশি আবেদন পড়েছে।
ফিফা জানিয়েছে, যেসব ম্যাচের জন্য বেশি সংখ্যক টিকিটের আবেদন পড়েছে, সেগুলো লটারির মাধ্যমে চূড়ান্ত করা হবে। লটারিতে জয়ীদের তালিকা ৩১ মে ই-মেইলের মাধ্যমে জানাবে ফিফা। আর বাকি যা থাকবে, সেসব সিরিয়াল করে বিক্রি করা হবে। এ ক্ষেত্রে যারা আগে আবেদন করবেন, তারা পাবেন টিকেট।
আগামী ২১ নভেম্বর সেনেগাল ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। একই দিন আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বাগতিক কাতার মুখোমুখি হবে ইকুয়েডরের। পরদিন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে দর্শক চাহিদার শীর্ষে থাকা আর্জেন্টিনা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।