সাকিবকে নিয়ে বলতে গিয়ে ওয়ার্নের উদাহরণ টানলেন ডোনাল্ড
বাংলাদেশের পেস বোলিং বিভাগ সামলান অ্যালান ডোনাল্ড। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে সাকিব আল হাসানের বোলিং নিয়ে প্রশ্ন করা হলো প্রোটিয়া এই কোচকে। 'যদিও আপনি পেস বোলিং কোচ, তারপরও প্রশ্নটা করি; সাকিব আল হাসানের বোলিং কেমন দেখেছেন?' উত্তরে ডোনাল্ডের উল্টো প্রশ্ন, 'সাকিবের মতো একজনকে আপনি আর কী শেখাতে পারেন?'
অভিষেকের পর দীর্ঘ পথচলায় জাতীয় দলের হয়ে অনেক দেশ ঘুরেছেন সাকিব। এ ছাড়া বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি লিগ খেলার অভিজ্ঞতা আছে বাঁহাতি এই অলরাউন্ডারের। সাকিবের অভিজ্ঞতার ভাণ্ডার এতটাই সমৃদ্ধ যে, তুলনা দিতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্নের কথা উল্লেখ করেন তিনি। তার মতে, লেগ স্পিন জাদুকর ওয়ার্নের মতোই অভিজ্ঞ বাংলাদেশ অলরাউন্ডার।
বাংলাদেশের পেস বোলিং কোচ বলেন, 'সাকিবের মতো ক্রিকেটারকে আর কী শেখাবেন? শেষ ওয়ার্নের মতো অভিজ্ঞ সে। সারা বিশ্ব ঘুরে খেলে অনেক অভিজ্ঞতা হয়েছে তার। দলের সবাইকে চাঙ্গা রাখে, একই জায়গায় বল করেই যায় সে।'
সাকিবকে খেলা যে কঠিন, সেটা আগে থেকেই জানেন ডোনাল্ড। এবি ডি ভিলিয়ার্সের কাছ থেকেও ধারণা পেয়েছেন তিনি, 'সাকিব যখন স্পিন বোলিং নিয়ে কথা বলে, তখন মনে হয় সে তার জগতে আছে। আমি সাকিবের অনেক বড় ভক্ত। যখন এবির (ডি ভিলিয়ার্স) মতো ক্রিকেটার বলে, ক্রিজ ছেড়ে বেরিয়ে সাকিবের বোলিং খেলা কঠিন, তখন এটা অবশ্যই কঠিন।'
ডোনাল্ডের আশা শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫ উইকেট পূর্ণ করবেন সাকিব। বাংলাদেশ প্রাণ ভোমরার আরও প্রশংসা করে ডোনাল্ড বলেন, 'সে খুবই চতুর একজন ক্রিকেটার। খুব বুদ্ধিমত্তার সঙ্গে সে বলের গতি কমায়, বাড়ায়। আবারও তা করে দেখিয়েছে সে, যেটার জন্য সে পরিচিত। আশা করি সে কাল পাঁচ উইকেট শিকার করবে। তার মতো একজনকে দলে পাওয়া অসামান্য ব্যাপার। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ অমূল্য সম্পদ।'