বিশ্রামের দরকার নেই তাসকিনের, খেলতে চান সব ফরম্যাটে
বাজে ফর্ম আর চোটে একটা সময় হারিয়ে যেতে বসেছিলেন তাসকিন আহমেদ। জাতীয় দলের কোনো পর্যায়েই ছিলেন না ডানহাতি এই পেসার। সেখান থেকে জাতীয় দলের রাস্তা খুঁজে বের করতে নিজেকে বদলে ফেলেন তাসকিন। কঠোর পরিশ্রম, অধ্যাবসায়ে নিজেকে দেন নতুন রূপ। ডাক মেলে জাতীয় দলে, এরপর থেকে তিনি পেস আক্রমণের অন্যতম ভরসা। দলের ভরসা হয়েই তিন ফরম্যাটে খেলে যেতে চান তিনি। তাসকিন মনে করেন, ক্যারিয়ারের এমন সময়ে তিনি আসেননি, যেখানে ফরম্যাট বাছাই করে খেলা বা বিশ্রামের দরকার আছে।
দারুণ ছন্দে থাকা তাসকিন তিন ফরম্যাটে খেলতে চাইলেও চোট পিছু ছাড়েনি। গত এপ্রিলে চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝামাঝি সময়ে দেশে ফিরে আসতে হয় তাসকিনকে। যে চোটের কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলা হয়নি তার, নেই ওয়েস্ট সফরের টেস্ট দলেও। শুধু ওয়ানডে দলে রাখা হয় তাকে। তবে ফিটনেস ও বোলিংয়ে উন্নতি হওয়ায় ক্যারিবীয় সফরে টি-টোয়েন্টিতেও তাসকিনকে ফেরানো হয়েছে।
আগামী ২৪ জুন সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দেবেন তাসকিন। এর আগে গত কয়েকদিন ধরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত ঝালিয়ে নিয়েছেন বাংলাদেশের এই পেসার। বুধবারও শতভাগ ইনটেনসিটিতে ৭ ওভার বোলিং করেছেন তিনি। যদিও কদিন আগে জিম করার সময় কোমড়ে চোট পেয়েছিলেন তিনি। তবে সেটা কাটিয়ে শেষ দুদিনের অনুশীলনে ছন্দময় বোলিং করেছেন তাসকিন।
বর্তমান সময়ে ধকল কমাতে অনেক ক্রিকেটারই ফরম্যাট বাছাই করে খেলে থাকেন। পেসার হওয়ায় প্রায়ই চোটে পড়েন তাসকিন। এ কারণে ফরম্যাট বাছাই করে খেলার পরিকল্পনা আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'যদি কখনও দেখি পারছি না, তখন বলব। কিন্তু এখন আসলে মনে হয় না। এখন ফিট হয়ে ভালোমতো খেলার ঠিক সময়। আমার স্বপ্ন আসলে বিশ্বসেরা হওয়া। এখনও ওই সময় আসেনি যে আমার বিশ্রাম লাগবে।'
'আসলে সব ফরম্যাটই আমাদের পছন্দের। কিছু ফরম্যাটে ভালো হয়, কিছু ফরম্যাটে খারাপ হয়। সাদা বলে ভালো দল আমরা। আমাদের সামর্থ্য আছে ভালো করার। তবু ক্রিকেট খেলা, কোনকিছুই সহজ হবে না ওদের কন্ডিশনে। ভালো করতে হলে আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে, আমাদের সেই সামর্থ্যও আছে। এখন দেখি কী হয়।' যোগ করেন তাসকিন।
পেসার হলে চোটে পড়তে হবে, এতদিনে সেটা ভালোভাবেই বুঝে ফেলেছেন তাসকিন। তবে এই চ্যালেঞ্জে ঠিক পথে থেকে খেলে যেতে চান তিনি। বিশ্রামের দরকার হলে জানাবেন জানিয়ে তাসকিন বলেন, 'যদি কখনও মনে হয় মানিয়ে নিতে পারছি না তখন বলব। কিন্তু এখনও ওই সময় হয়নি। প্রতিটা সিরিজই কঠিন। ইনজুরিতে থাকি আর না থাকি। এটাও চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ নিতেই হবে। ওইভাবেই এগোবো।'