ম্যারাডোনার মৃত্যুতে নতুন মোড়, বিচারের মুখোমুখি ৮ চিকিৎসা কর্মী
কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে ৮ চিকিৎসা কর্মীকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে আর্জেন্টিনার পেনাল কোড। তাদের বিরুদ্ধে অভিযোগ, অসুস্থ ম্যারাডোনার চিকিৎসায় অবহেলা করেছিলেন তারা।
আর্জেন্টিনার একটি মেডিকেল প্যানেল ম্যারাডোনার চিকিৎসায় 'ঘাটতি ও অনিয়ম' থাকার প্রমাণ দেওয়ার পর হত্যামূলক অপরাধ বিচারের আদেশ দিয়েছেন দেশটির একজন বিচারক।
২০২০ সালের নভেম্বরে বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা।
নভেম্বরের শুরুতে মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বাড়ি ফিরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি।
তার মৃত্যুর কয়েকদিন পর আর্জেন্টিনার প্রসিকিউটররা তার চিকিৎসার সঙ্গে জড়িত ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে তদন্ত শুরু করেন।
গত বছর ম্যারাডোনার মৃত্যু নিয়ে তদন্তের জন্য গঠন করা হয় একটি মেডিকেল প্যানেল। ২০ জন বিশেষজ্ঞের ওই প্যানেল জানায়, ম্যারাডোনার মেডিকেল টিম তার চিকিৎসায় ঘাটতি এবং বেপরোয়া পদ্ধতিতে কাজ করেছে। ঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা পেলে ম্যারাডোনার বেঁচে থাকার সুযোগ ছিল।
আদালতের রায়ও একই সিদ্ধান্তে পৌঁছেছে, যথাযথ চিকিৎসা পেলে হয়তো 'বেঁচে থাকার আরও ভালো সুযোগ পেতেন' ম্যারাডোনা।
চিকিৎসায় অবহেলার দায়ে অভিযুক্তদের মধ্যে রয়েছেন, ম্যারাডোনার নিউরোসার্জন এবং ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ডো লুক, একজন মনোরোগ বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানী, দুইজন ডাক্তার, দুইজন নার্স এবং তাদের বস। তবে তারা সবাই ম্যারাডোনার মৃত্যুর দায় অস্বীকার করেছেন।
অভিযুক্ত ৮ জনকেই হত্যা অপরাধ আইনের সংজ্ঞা অনুযায়ী বিচারের মুখোমুখি হতে হবে বলে জানানো হয়েছে।
আর্জেন্টিনার পেনাল কোড অনুযায়ী, এ ধরনের অপরাধের জন্য ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যদিও বিচারের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
- সূত্র: বিবিসি