ডিরেক্টর জেনারেল নেবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) 'ডিরেক্টর জেনারেল' পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের খুঁজছে।
গবেষণা বা শিক্ষকতায় ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এবং পিয়ার রিভিউড জার্নালে অন্তত ১০টি গবেষণা প্রকাশনা থাকলে পদটিতে আবেদন করা যাবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী ৮ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) একটি স্বায়ত্বশাসিত গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশের উন্নয়নের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের রূপরেখা নিয়ে গবেষণা করে বিআইডিএস। ১৯৫৭ সালের জুন মাসে করাচিতে পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকনোমিকস (পাইড) নামে প্রতিষ্ঠিত হলেও ১৯৭১ সালের ডিসেম্বর মাসেই পাইড ঢাকায় স্থানান্তরিত হয় এবং এর নামকরণ করা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকনোমিকস। পরবর্তীতে ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে পুণরায় পরিবর্তন করে 'বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ' নামকরণ করা হয়।