নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতার সুযোগ
বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যেসব বিষয়ে শিক্ষক নেয়া হবে:
১. ইংলিশ (লিঙ্গুইস্টিকস, টেসল)
২. ল'
৩. সাইকোলজি
৪. ফিলোসফি
৫. পলিটিক্যাল সায়েন্স
৬. ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস
৭. সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
৮. বিজনেস স্ট্যাটিসটিকস
৯. বিজনেস ম্যাথমেটিকস
১০. অপারেশনস ম্যানেজমেন্ট
১১. মার্কেটিং অ্যান্ড অ্যানালিটিক্স
১২. অ্যাকাউন্টিং
১৩. ফিন্যান্স
১৪. হিস্ট্রি (বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন)
১৫. কম্পিউটার সায়েন্স
১৬. কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
১৭. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
১৮. ম্যাথমেটিকস
১৯. মাইক্রোবায়োলজি
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা তদূর্ধ্ব পদে আবেদনের জন্য পিএইচডি ডিগ্রি এবং লেকচারার পদে আবেদনের জন্য মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।
যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী ৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
নর্থ সাউথ ইউনিভার্সিটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশ সরকার অনুমোদিত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। অধ্যাপক আতিক ইসলাম বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।