প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত 'সহকারী শিক্ষক' এর শূন্যপদ এবং জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিডিইপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট 'সহকারী শিক্ষক' পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সহকারী শিক্ষক পদে আবেদনের যোগ্যতা ও আবেদনের নিয়ম দেখে নিন একনজরে-
শিক্ষাগত যােগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
বয়সসীমা: ২০ অক্টোবর ২০২০ তারিখে বয়স সর্বনিম্ন ২১ বছর এবং ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযােদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চ ২০২০ তারিখে ৩২ বছর।
বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা (জাতীয় বেতনস্কেল ২০১৫ এর গ্রেড-১৩ অনুযায়ী)
আবেদনের নিয়ম: প্রার্থীরা অনলাইনে http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে ২৫ অক্টোবর সকাল ১০:৩০ টা থেকে ২৪ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
আপনার প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি আমাদের পাঠাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়।