বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে।
সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ডাউনলোড করা যাবে। সহকারী প্রোগ্রামার ও সহকারী মেইন্টিন্যান্স ইঞ্জিনিয়ার পদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৯ জুন পর্যন্ত। অফিসার (জেনারেল) পদের প্রার্থীরা ২৬ জুন পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
যেসব প্রার্থীদের আবেদনে ত্রুটি পাওয়া গেছে তাদের এসএমএস/ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে। ত্রুটিযুক্ত আবেদনকারীদের বিজ্ঞপ্তিতে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। নির্ধারিত তারিখের পর প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।