৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৬ আগস্ট
৪৩তম 'বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সামিনেশন' (বিসিএস) পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী ৬ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) ও যুগ্মসচিক নূর আহমদ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্ধারিত তারিখে দেশের সব বিভাগীয় শহরে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা কেন্দ্র, আসন পরিকল্পনা এবং অন্যান্য বিস্তারিত নির্দেশনা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।