৪৩তম বিসিএসে বাদ পড়াদের ৫ জানুয়ারির মধ্যে গেজেটভুক্ত করার দাবি
৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা ১৫ জানুয়ারির মধ্যে যোগদানের সুবিধার্থে ৫ জানুয়ারির মধ্যে তাদেরকে গেজেটভুক্ত করে নতুন গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান তারা। '৪৩তম বিসিএসের গেজেটবঞ্চিত ক্যাডার অফিসারবৃন্দ'-এর ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় প্রার্থীদের পক্ষ থেকে ১৫ জানুয়ারির মধ্যে যোগদান নিশ্চিতের দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে কেন বা কোন ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে সরকারের কাছে সুস্পষ্ট বক্তব্যের পাশাপাশি এর প্রতিকারেরও দাবি জানান প্রার্থীরা।
গেজেট থেকে বাদ পড়া প্রার্থী মাসুমা আক্তার লিখিত বিবৃতিতে বলেন, 'আমাদের বহু সহকর্মী পূর্ববর্তী চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। এমনকি সুপারিশপ্রাপ্তির পরবর্তী সময়ে অনেকেই সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির একাধিক চাকরির সুযোগ লাভ করলেও যোগদান করেননি।'
মাসুমা আরও বলেন, দ্বিতীয়বার প্রকাশিত গেজেটে ১৬৮ জনসহ সর্বমোট ২২২ জন প্রার্থী গেজেট থেকে বঞ্চিত হওয়ার ফলে তারা ও তাদের পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, চরম হতাশাগ্রস্ত এবং দিশেহারা হয়ে পড়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে একটি সমতাভিত্তিক বাংলাদেশ অর্জনের জন্য প্রয়োজন একটি যোগ্যতাভিত্তিক সিভিল সার্ভিস। পূর্বে সুপারিশকৃত এবং গেজেটভুক্ত হওয়া সত্ত্বেও পুনরায় জারি করা গেজেট থেকে আমাদের বাদ দেওয়া অন্যায্য এবং জুলাই বিপ্লবের নীতির সাথে সাংঘর্ষিক।'
সচিবালয়ে তাদের প্রতিবাদের কথা তুলে ধরে মাসুমা বলেন, 'গতকাল (বুধবার)আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সচিবালয়ে গিয়েছিলাম। আমাদের দলের তিনজন প্রতিনিধিকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল, কিন্তু কেউ আমাদের সঙ্গে দেখা করেননি। আমরা একটি আবেদন জমা দিলেও এখনও কোনো সাড়া পাইনি।'
তিনি বলেন, 'আমাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা রেকর্ড নেই। তা সত্ত্বেও আমাদেরকে কোনো ব্যাখ্যা ছাড়াই বাদ দেওয়া হয়েছে।'
সংবাদ সম্মেলনের পর গেজেট থেকে বাদ পড়া আরেক প্রার্থী রায়হান ভুইয়া বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে যেহেতু আবেদন করার সুযোগ দিয়েছে, ফলে আগামী রোববার সবাই আবেদন করবেন। পাশাপাশি সবাই জানতে চান এই আবেদন কতদিনের মধ্যে বিবেচনা করা হবে।