বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৮ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি, পরীক্ষাকেন্দ্র এবং আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। রাজধানীর ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা নেওয়া হবে।
প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ইতোপূর্বে যেসব প্রার্থী প্রবেশপত্র ডাউনলোড করেছেন শুধু তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
পরীক্ষার কেন্দ্রে প্রবেশপত্র ছাড়া কোনো কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, গহনা, ব্রেসলেট, ব্যাগ বা অন্য কোনো ডিভাইস নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘন্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। মাস্ক পরিধান ছাড়া কোনো প্রার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।