এরশাদের ২য় জানাজা সংসদের দক্ষিণ প্লাজায়
হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় জানাজা সোমবার (১৫ জুলাই) বেলা ১০ টা ৫৫ মিনিটে সংসদের দক্ষিণ প্লাজায় শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টায় তার মরদেহ জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে নেয়ার কথা রয়েছে।
বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে তার তৃতীয় নামাজে জানাজা। রাতে সিএমএইচের হিমঘরে রাখা হবে এরশাদের মরদেহ। আগামীকাল সকাল ১০টায় হেলিকপ্টার যোগে নেয়া হবে রংপুরে। সেখানে জেলা স্কুল মাঠে বাদ জোহর হবে চতুর্থ জানাজা। বিকেলে বনানী সেনা কবরস্থানে দাফন করা হবে এরশাদকে।
রবিবার (১৪ জুলাই) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। গত ২২শে জুন থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।দীর্ঘদিন মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে ভুগছিলেন এরশাদ।
তার সম্পর্কে বিদায়ী মন্তব্য লিখতে শোক বই খুলেছে তার দল। বনানী ও কাকরাইলে কার্যালয়ে আজ সোমবার থেকে বৃহস্পতিবার (১৮ জুলাই) পর্যন্ত খোলা থাকবে শোক বই।