টিকিটের জন্য চট্টগ্রাম বিমান অফিসে যাত্রীদের উপচে পড়া ভিড়
নভেল করোনাভাইরাসের সংক্রমনে আটকে পড়া প্রবাসীরা তাদের কর্মস্থলে ফিরতে টিকিট নিশ্চিত করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম অফিসে এসে ভিড় করছেন। আজ বুধবার (১২ আগষ্ট) সকাল থেকে টিকিট কনফার্ম করতে আসা আবুধাবি ও দুবাইগামী যাত্রীদের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় বাংলাদেশ বিমান এয়ারলাইন্স কর্তৃপক্ষকে। পরিস্থিতি সামাল দিতে পাঁচলাইশ থানা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বুধবার সকাল থেকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসে টিকেট প্রত্যাশীদের প্রচন্ড ভিড় ছিলো। যেখানে স্বাভাবিক সময়ে ৫০ থেকে ১০০ জনের বেশি লোকের উপস্থিতি হয় না, সেখানে আজ (বুধবার) টিকিট প্রত্যাশীর সংখ্যা প্রায় এক হাজার থেকে পনেরশ' জন। বিরাট জমায়েত। এদের ভিড়ে বিমান অফিসের দরজার কাঁচ ভেঙ্গে যায়।
তিনি আরো জানান, পরিস্থিতি সামাল দিতে পাঁচলাইশ থানার দুটি মোবাইল টিমসহ ২৫ জন পুলিশ সদস্য সেখানে পাঠানো হয়।
বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আক্তারুজ্জামানের সাথে টেলিফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থাটির চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের স্টেশন ম্যনেজার আরিফুজ্জামান খান- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সপ্তাহে দুবাই এবং আবুধাবিগামী ৪টি করে মোট ৮টি ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান। চট্টগ্রামের যাত্রীরা অভ্যন্তরীন ফ্লাইটে ঢাকা গিয়ে সেখান থেকে দুবাই এবং আবুধাবিতে অবতরন করেন।