বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর চেষ্টা চলছে: আসিফ নজরুল
সরকার বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ (১৮ ডিসেম্বর) এক আলোচনা সভা আয়োজিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'কর্মসংস্থানের প্রধানতম চ্যালেঞ্জ হলো অভিবাসন ব্যয় কমানো। আমরা এক্ষেত্রে চেষ্টা করছি। তবে আপনারা জানেন কিছু রিক্রুটিং এজেন্সি ভালো কাজ করলেও অনেকের লক্ষ্য থাকে কত বেশি মানুষকে ঠকানো যায়। গত সরকারের আমলে এই ধরনের রিক্রুটিং এজেন্সিগুলোকে প্রাধান্য দেয়া হয়েছে'।
অভিবাসন ব্যয় কমানোর উদ্যোগ তুলে ধরে আসিফ নজরুল বলেন, 'আমাদের এখানে ডিমান্ডের তুলনায় সাপ্লাই বেশি (ওয়ার্কার)। যে কারণে ব্যয় বেড়ে যায়। তবে আমরা সাব-এজেন্টদের দায় দায়িত্ব নিরূপণ চেষ্টা করছি'।
তিনি আরও বলেন, 'এই চ্যালেঞ্জ অল্প সময়ে মোকাবিলা সম্ভব নয়। তবে আমরা বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে কাজ করছি'।