ডেঙ্গু রোগী: কখনও কমছে, কখনও বাড়ছে
ঈদের পর গত এক সপ্তাহে ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কখনও কমছে, আবার কখনও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৬ জন। এর আগের ২৪ ঘণ্টায় যা ছিল ১ হাজার ৫৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১৫ আগস্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গু-আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৩৩ জন। পরদিন এ সংখ্যা কমে দাঁড়ায় ১ হাজার ৭২১ জনে। এর পরদিন ১৭ তারিখ ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু-আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪৬০ জন। ডেঙ্গু-আক্রান্তের এ সংখ্যা আবার বেড়ে যায় পরদিন, ১৮ আগস্ট। সেদিন নতুন করে ডেঙ্গু-আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭০৬ জনে।
এর পরের দুদিন এ সংখ্যা ছিল নিম্নমুখী। ১৯ ও ২০ আগস্ট নতুন করে ডেঙ্গু-আক্রান্ত হন যথাক্রমে ১ হাজার ৬১৫ ও ১ হাজার ৫৭২ জন। সর্বশেষ ২১ আগস্ট পুরো দিনে, অর্থাৎ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৬ জন। এর মধ্যে রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭১১ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৯১৫ জন ভর্তি রয়েছেন।
বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৬ হাজার ২৭৮ জন। এদের মধ্যে, ঢাকায় রয়েছেন ৩ হাজার ৩৬০ জন। বাকি ২ হাজার ৯১৮ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে।
এ বছর বর্ষার শুরুতেই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। গত বছরজুড়ে যত জন ডেঙ্গু-আক্রান্ত ছিলেন, এবার আগস্টের শুরুতেই তা ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে ৫৭ হাজার ৯৯৫ জন ডেঙ্গু-আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে আগস্টের ২১ দিনেই ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩৯ হাজার ৫৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ৮০ জনের ‘ডেথ রিভিউ’ প্রক্রিয়া সম্পন্ন করে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা ১৪০ ছাড়িয়েছে।
এর আগে ২০০০ সালে এ যাবতকালের সবচেয়ে বেশি সংখ্যক, অর্থাৎ ৯৩ জন ডেঙ্গুতে মারা যান।
ডেঙ্গুতে আজ দুজনের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এক নারী মারা যান। এছাড়া অ্যাপোলো হাসপাতালে ডেঙ্গু-আক্রান্ত এক শিশুর মৃত্যুর খবর জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুতে মৃত নারীর নাম নায়না (২৭)। তিনি ঢাকার গেণ্ডারিয়ার দয়াগঞ্জের বাসিন্দা ছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় নায়না মারা যান বলে বুধবার দুপুরে সংবাদ সম্মেলেনে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নায়নার ডেঙ্গু ছাড়াও আরও কিছু শারীরিক সমস্যা ছিল। এজন্য ডেঙ্গু রোগে তার মৃত্যুর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে কিছু নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার সকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শাহমুন সিরাজ (১৩) নামে এক স্কুলছাত্র মারা যায়। সে ছিল উত্তরার মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
উত্তরার বাসিন্দা মামুন সিরাজের সন্তান শাহমুনকে গত রোববার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এর পরদিন থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই মৃত্যু হয় স্কুলপড়ুয়া এই শিশুর।