১৯ বছরের চেয়ে বেশী ডেঙ্গু রোগী আগস্টে
২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত গত ১৯ বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যে পরিমাণ রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এ বছরের আগস্ট মাসের ৩০ দিনেই ছাড়িয়ে গেছে সেই সংখ্যা।
সরকারের নথি অনুযায়ী গত ১৯ বছরে মোট ৫০ হাজার ১৪৮ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন। আর এ বছরের আগস্টের ৩০ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৯৭৪ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইনফরমেশন অ্যান্ড ইমার্জেন্সি কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের সরকারি- বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ৪৩৫ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৬৪ হাজার ৫৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৬৯৭ জন। এর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি ৪১ টি হাসপাতালে ২ হাজার ৬১০ জন ও ঢাকার বাইরে ২ হাজার ৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ২৫ জন।
এ বছর বর্ষার শুরুতেই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। গত বছরজুড়ে যত ডেঙ্গু রোগী ছিল, এবার আগস্টের শুরুতেই তা ছাড়িয়ে যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, আইইডিসিআর এখন পর্যন্ত ৮৮টি ‘মৃত্যু পর্যালোচনা’ করে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু নিশ্চিত করছে। তবে বেসরকারি হিসেব অনুযায়ী এ সংখ্যা তিনগুণেরও বেশী।
ঢাকা মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মিনি বেগম (৫২) নামের এক নারী মারা গেছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৮ টা ৪৩ মিনিটে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মিনি বেগমের স্বামীর নাম আলী আশরাফ ব্যাপারী। তাদের বাড়ি কেরানীগঞ্জের খোলামুড়া এলাকায়।
৯ দিন ধরে জ্বরে ভোগার পর গত বুধবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।