৭ জুলাই থেকে ঢাকার তিন রুটে রিকশা চলাচল বন্ধ
পরিবহণ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানযটের মাত্রা কমাতে আগামী ৭ জুলাই থেকে ঢাকার তিনটি রুটে রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
এই তিনটি রুট হচ্ছে কুড়িল থেকে খিলগাঁও-রামপুরা হয়ে সায়েদাবাদ, গাবতলী থেকে মিরপুর রোড হয়ে আজিমপুর এবং সাইন্সল্যাব থেকে শাহবাগ।
বুধবার নগর ভবনে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের প্রথম বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
মেয়র আরও জানান, ফুটপাথ থেকে অস্থায়ী দোকান এবং সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।
একসাথে ঢাকার দুই সিটি কর্পোরেশন ঘোষিত এই তিন সড়কে সপ্তাহব্যাপী অভিযান শুরু করবে।
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ রিক্সাসহ অনোনুমোদিত অন্যান্য যানবাহন চলাচল প্রতিরোধ ও দখলকারীদের উচ্ছেদে একসাথে কাজ করবে।
একসপ্তাহ পর ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের একটি কমিটি অভিযানের ফলাফলসহ পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে আরেকটি মিটিং করবে বলেও মেয়র জানান।
সড়ক থেকে রিকশা, অটো-রিকশা, এবং ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে নিতে এবং দখলদারদের থেকে ঢাকার ফুটপাত ও সড়ক মুক্ত করতে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে গত ১৯ জুন একটি কমিটি গঠন করা হয়।
বুধবারের এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।