অর্ণব এবার প্রচ্ছদশিল্পী
তুখোড় গায়ক ও মিউজিশিয়ান অর্ণব প্রথমবারের মতো কোনো বইয়ের প্রচ্ছদ ডিজাইন করলেন। বইয়ের নাম ‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’। কবি ও গীতিকার রাজীব আশরাফের প্রথম কবিতার বই এটি।
অর্ণব-রাজীবের গানের সম্পর্কটা বেশ পুরনো এবং দারুণ। অর্ণবের ‘হোক কলরব’, ‘নাম ছিল না’, ‘প্রকৃত জল’, ‘ঘুম’, ‘ধূসর মেঘ’, ‘রোদ বলেছে হবে’, ‘প্রতিধ্বনি’, ‘একটা মেয়ে’, ‘মন খারাপের একটা বিকেল’সহ তুমুল জনপ্রিয় বেশ কিছু গান রাজীবেরই লেখা।
রাজীব জানান, ‘আমার প্রথম কবিতার বইয়ের প্রচ্ছদ ডিজাইন অর্ণবকেই করতে হবে, এমন একটা জিদ ছিল। কাছের মানুষেরা জানেন, অর্ণবের কাছ থেকে কাজ বের করে নিতে কতটা লেগে থাকতে হয়। এই কাজটার জন্য আমাকেও অনেকদিন ওর পেছনে ঘুরতে হয়েছে। শেষ পর্যন্ত প্রচ্ছদ হাতে পেয়ে আমি খুব খুশি।‘
‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’ এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে। প্রকাশ করেছে ‘বৈভব’। শিগগিরই পাওয়া যাবে একুশে বইমেলার ৭১৮ নম্বর স্টলে।