আফগানিস্তানে নিহত সাংবাদিক দানিশের চোখে আমাদের পৃথিবী
পুলিৎজার বিজয়ী রয়টার্সের ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকী, দায়িত্ব পালনরত অবস্থাতেই মারা যান তিনি। সে সময় আফগান নিরাপত্তা বাহিনী ও তালেবানের সংঘর্ষের ছবি তোলায় ব্যস্ত ছিলেন তিনি। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, এ সপ্তাহের শুরু থেকেই এ কাজে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে আফগানিস্তানের কান্দাহারে অবস্থান করছিলেন তিনি।
২০১৮ সালে রোহিঙ্গা সংকটের ছবি তুলে পুলিৎজার জেতেন তিনি ও তার দল। শুধু যুদ্ধক্ষেত্র নয়, রাজনীতি, খেলার মাঠ, ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রেই বিস্তৃত তার কাজের পরিধি। আফগানিস্তান ও যুদ্ধ ছাড়াও হংকং ও তার নিজের দেশ ভারতের সাম্প্রতিক আন্দোলনের সময়ও ক্যামেরা হাতে ছুটে গেছেন তিনি।
দানিশ একবার বলেছিলেন, ব্রেকিং স্টোরি জন্ম নেওয়ার মুহূর্তে মানুষের মুখাবয়বের স্থিরচিত্র ধারণ করার কাজটিই তার সবচেয়ে পছন্দের। তার কাজেও এর প্রমাণ মেলে। ছবি শুধু আবেগ উদ্রেককারী নয়, ছবিও কথা বলে- তার তোলা ছবি দেখলেই কথাটির মর্ম বোঝা যায়। ভারত থেকে শুরু করে উত্তর কোরিয়া- তার ক্যামেরায় বন্দি করেছেন বিশ্বের নানা প্রান্তের মানবিক অনুভূতি।
তিনি চলে গেলেও রয়ে গেছে তার তোলা ছবিগুলো, তার হয়ে মানুষকে জানান দিচ্ছে মানবিক অনুভূতির নানা রঙ।