গুজবে সাফ ৫০০ টন মুলা
নিজেদের বিশাল মুলা ক্ষেত থেকে প্রতিবেশীদের এক বা দুই ব্যাগ করে মুলা দিতে চেয়েছিলেন চীনের হুবেই প্রদেশের দুই কৃষক।
কিন্তু এই উদারতায় যে তাদের ৫০০ টন মুলা বা ৪২ হাজার ডলার গচ্ছা দিতে হবে, তা কল্পনাও করতে পারেননি তারা।
গত মাসে স্রোতের মতো আসা লোকজনের কারণে কৃষকদের বিপুল ক্ষতি গুনতে হয়।
দুই কৃষকের একজন জু জিউগে স্থানীয় দৈনিক চুতিয়ান মেট্রোপলিসকে বলেন, প্রতিবেশীদের কয়েকজন শীতকালীন স্যুপে তাদের ক্ষেতের মুলা ব্যবহার করে স্বাদের প্রশংসা করেছিলেন। এ কথা শুনে তারা (দুই কৃষক) পড়শিদের অল্প করে মুলা দিতে চেয়েছিলেন।
তিনি জানান, তাদের প্রতিবেশী ছিল অল্প কয়েকজন। তারা এক বা দুই ব্যাগ করে নিলেও শত শত টন মুলার ওপর প্রভাব পড়ত না। কিন্তু তিনি ও তার সঙ্গী ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে, কেউ একজন সবার জন্য বিনা মূল্যে মুলা দেওয়া হচ্ছে বলে গুজব ছড়াবে। পরিস্থিতি এমন হয়েছে যে, পুলিশ এসেও মুলা নিতে আসা লোকজনকে আটকাতে পারেনি।
কেউই বলতে পারছে না, গুজবটি কে ছড়িয়েছিল। তবে একটা বিষয় নিশ্চিত যে, গুজবটি দাবানলের মতো ছড়িয়েছে।
গুজব ছড়ানোর পরের দিন লোকারণ্য হয়ে যায় মুলা ক্ষেত। কেউ কেউ মুলা নিতে অনেক দূরের পথ পাড়ি দিয়েছেন।
কেউ কেউ আবার মুলা নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি দেখিয়েছেন। তারা বন্ধুদের মুলা নিতে আসার আহ্বান জানান। তাদের এসব কর্মকাণ্ডে কৃষকদের চোখের সামনে উধাও হয়ে যায় ৫০০ টন মুলা।