ছবির গল্প: বৈশ্বিক উষ্ণায়নে বসতভিটা ছাড়ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী
বৈশ্বিক উষ্ণায়নের ফলে শুকিয়ে গেছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল- পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনেক পানির উৎস। ফলে নিজেদের আদিভিটা ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে বাধ্য হচ্ছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েক হাজার মানুষ।
ইতোমধ্যেই দেশের গ্রামীণ ও উপকূলীয় অঞ্চল বন্যা ও সাইক্লোনের আঘাতে বিপর্যস্ত। এখন জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচ্চভূমির অঞ্চল।
দেশের পার্বত্য অঞ্চলের পানি প্রবাহ হুমকির মুখে রয়েছে বলে মনে করছেন পরিবেশবিদরা।
'কয়েক বছর আগেও গ্রামবাসী প্রচুর ধান ও সবজির উৎপাদন করতেন; মাছের পাশাপাশি সুপেয় পানির অভাব মেটাত নদী-নালা। তবে এখন আর সেই পরিবেশ নেই,' বলেন বান্দরবান জেলার লুলাইন গ্রামের বাসিন্দা মানু চিং।
'অবস্থার পরিবর্তন হয়েছে, বৃষ্টিপাতের কোনো নিশ্চয়তা নেই। মৌসুমী ফসল উৎপাদনও প্রায় বন্ধ হয়ে গেছে। এখানকার জলবায়ু পরিবর্তন স্পষ্টভাবে লক্ষণীয়,' যোগ করেন তিনি।
'এমনকি বর্ষাকালেও পানির উৎস ও বনাঞ্চল শুষ্ক থাকে। কৃষিকাজ করতে না পারায় বন থেকে আহরিত ফল বিক্রি করতে বাধ্য হচ্ছি আমরা,' বলেন লুলাইন গ্রামের বাসিন্দা মাচারু মারমা।
- আল জাজিরা থেকে অনূদিত