ছবির গল্প: ২০২০, একটি বেদনা-প্রধান বছরের খণ্ডচিত্র
শুরুতেই বেদনা ভরা কিছু মুহূর্তের দিকে চোখ রাখা যাক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের বিছানায় শুয়ে মারা যাচ্ছেন স্বামী। তাকে জড়িয়ে ধরে হু-হু করে কাঁদছেন ৬৪ বছর বয়সী স্ত্রী।
কিংবা, গ্রিসের লেসবসের এক ঘিঞ্জি শরণার্থী শিবিরে দাউদাউ করে জ্বলে ওঠা আগুন থেকে প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটছেন শরণার্থীরা। কোথায় যাবেন তারা? কোথায় মিলবে আশ্রয়? মাটির নিচে?
অথবা, যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে বিক্ষোভে মুষলধারে বৃষ্টির হানা! যেন শুধু রাষ্ট্রনীতিই নয়, প্রকৃতিও নিপীড়িতের বিরুদ্ধে দাঁড়িয়েছে আজ!
২০২০ সাল প্রায় শেষের দিকে। নানা কারণেই খ্যাত ও কুখ্যাত এই বছরজুড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেসের (এপি) ফটোগ্রাফাররা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ, সহিংস ও অহিংস সংঘাত এবং নানা ঘটনা ও অঘটনের মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছেন।
শুধু তাই নয়, বেদনার দিনগুলোতে আনন্দও ধরা দিয়েছে ক্ষণে ক্ষণে। তবে, দুনিয়ার প্রায় সব প্রান্তে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারির দাপট সেই আনন্দকে বেশির ভাগ সময়ই দিয়েছে চুপসে।
বেদনা ও আনন্দের সেসব ছবি থেকে নির্বাচিত কয়েকটি নিয়ে এ আয়োজন।
- সূত্র: এপি